এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলের মার, হেনস্থার হাত থেকে রক্ষা পেতে রাজ্যপালের দ্বারস্থ কংগ্রেস

তৃণমূলের মার, হেনস্থার হাত থেকে রক্ষা পেতে রাজ্যপালের দ্বারস্থ কংগ্রেস


বৃহস্পতিবার শাসক তৃণমূলের গুন্ডামির প্রতিবাদে সুবিচার চেয়ে কংগ্রেসের ১৬ সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যপাল দ্বারস্থ হলেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আনা অভিযোগের তালিকায় রয়েছে মারধর , জড়িমানা, বিচার চেয়ে আবেদন করলে পুলিশ দিয়ে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার মতো ঘটনা। রাজ্যে কংগ্রেসের প্রভাব খর্ব করতে শাসক দলের এমন উদ্যোগ বলে প্রদেশ কংগ্রেস শিবির মনে করছে। রাজ্যপাল কে করা অভিযোগ প্রসঙ্গে অধীর চৌধুরী-আব্দুল মান্নানদের নাম উল্লেখ না করে তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরের এক শীর্ষ নেতা বললেন,”আমাদের রাজ্যে কংগ্রেসের কোনও অস্তিত্ব আছে। নীতিহীন একটা দল। তাই ওদের বিধায়করা স্বেচ্ছায় তৃণমূলে নাম লেখাচ্ছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নিজেদের ঘর সামলানোর ক্ষমতা নেই।ভাল করেই জানে পঞ্চায়েতে ওদের জামানত জব্দ হবে। তাই মুখ রক্ষায় আগেভাগেই মিথ্যে গল্প ফাঁদছে। যাতে পঞ্চায়েতের পর বলতে পারে- সন্ত্রাস না হলে আমাদের ফল এতটা খারাপ হত না!” এদিকে কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তীর অভিযোগ, ”রাজ্য গণতন্ত্র বলে কিছু নেই। আমাদের কর্মীদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে।
কয়েকদিন আগে দক্ষিণ কলকাতায় আমাদের দলের এক নেতা রাকেশ সিংকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছিল মমতার পুলিশ।রাজ্যের সর্বত্র গণতন্ত্রকে গলা টিপে হত্যার চেষ্টা চালাচ্ছে শাসক। বিরোধীরা কিছু বললেই ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে।পঞ্চায়েতের আগে আমাদের বহু কর্মীকে ভয় দেখিয়ে তৃণমূল নিজেদের দলে টানছে। এটা গনতন্ত্রের পক্ষে বিপজ্জনক। রাজ্যপালকে আমরা সেকথা জানিয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছি।”
উল্লেখ্য শুক্রবারের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছে তৃণমূল ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!