এখন পড়ছেন
হোম > জাতীয় > আরও ভয়াবহ হতে পারে করোনা! নয়া আশঙ্কার কথা বলে সামনে এল করোনা মুক্তির উপায়!

আরও ভয়াবহ হতে পারে করোনা! নয়া আশঙ্কার কথা বলে সামনে এল করোনা মুক্তির উপায়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রথম ঢেউয়ের পর করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বিপর্যস্ত করে তুলেছে গোটা ভারতবর্ষেকে। প্রথম ঢেউয়ের থেকে আরও ভয়াবহ হয়ে উঠেছে দ্বিতীয় দফার এই করোনা ভাইরাস। যেখানে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে কবে বিদায় নেবে করোনা ভাইরাস, তা সকলের কাছে প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অনেকে আবার বলছেন, দ্বিতীয় ঢেউয়ের পরে তৃতীয় ঢেউ আসতে চলেছে। যা আরও ভয়াবহ হয়ে দাড়াতে পারে।

তবে এখন থেকেই বেশ কিছু নিয়মাবলী পালন করলে করোনা ভাইরাসকে রুখে দেওয়া সম্ভব হবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যেখানে টিকাকরণ থেকে শুরু করে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার বার্তা দিচ্ছেন তারা। পাশাপাশি এখন থেকেই করোনা ভাইরাসে আক্রান্তদের সঠিক পরিসংখ্যান জেনে তা মোকাবিলা করতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

সূত্রের খবর, করোনা ভাইরাস থেকে বাঁচতে কি কি করা দরকার, তা নিয়ে ল্যানসেটের 21 জনের একটি বিশেষজ্ঞদের প্যানেল রয়েছে। যেখানে রয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবি শেঠি। আর সেখানে সেই বিশেষজ্ঞদের প্যানেল করোনাভাইরাস থেকে বাঁচবার জন্য একটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। যার মধ্যে অন্যতম কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয়। পাশাপাশি স্বাস্থ্য পরিসেবাকে চাঙ্গা রাখা এবং সব সময় যাতে মানুষকে পরিষেবা দেওয়া যায়, তার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তারা।

শুধু তাই নয়, করোনা ভাইরাস নিয়ে যাতে ভুয়ো খবর না ছড়িয়ে পড়ে, সেদিকেও মনোযোগী হওয়ার বার্তা দেওয়া হয়েছে। গাইডলাইনের মধ্যে দিয়ে মানুষকে সঠিকভাবে সচেতন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়াও সরকারের যে সমস্ত বিধিনিষেধ রয়েছে, তা যাতে সাধারণ মানুষ পালন করেন, সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে। কেননা মাস্ক থেকে শুরু করে সামাজিক দূরত্ব, এই সমস্ত কিছু পালন করলে করোনা ভাইরাসকে আটকানো সম্ভব হবে। আর সবথেকে বেশি বিশেষজ্ঞদের প্যানেল জোর দিয়েছে টিকাকরণের ওপর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথম ঢেউয়ের পর বিভিন্ন দেশ করোনা ভাইরাস আটকাতে টিকাকরণের ওপর জোর দিয়েছে। তবে ভারতবর্ষ ধীরে ধীরে টিকাকরণের রাস্তায় থাকার কারণে সেখানে দ্বিতীয় ঢেউ অনায়াসে প্রবেশ করে গিয়েছে। তবে এখন সেই টিকাকরণের ওপর জোর দিয়েছে ভারতবর্ষের প্রতিটি রাজ্য। যার ফলে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা অনেকটাই নিচের দিকে। তাই এই প্রক্রিয়া যাতে অব্যাহত রাখা যায় এবং তার ওপর যদি আরও জোর দেওয়া যায়, তাহলে অচিরেই করোনা ভাইরাসকে আটকানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে বিশেষজ্ঞদের এই প্যানেল।‌

বিশ্লেষকদের মতে, এর আগেও বহুবার দেবী শেঠির মত অভিজ্ঞ চিকিৎসক করোনা ভাইরাস নিয়ে একগুচ্ছ বার্তা প্রদান করেছেন‌। টিকাকরণ থেকে শুরু করে সামাজিক দূরত্ব পালন, ইত্যাদির কথা শোনা গেছে তার মুখ থেকে। তবে দ্বিতীয় ঢেউ ভারতবর্ষে প্রবেশ করার পর তাকে দমন করতে রীতিমত বদ্ধপরিকর কেন্দ্রীয় এবং প্রতিটি রাজ্য সরকার। কিন্তু তা সত্ত্বেও আশঙ্কা থেকেই যাচ্ছে।

তাই এই পরিস্থিতিতে পরিকাঠামো থেকে শুরু করে সচেতনতা এবং টিকাকরণের উপর জোর দেওয়ার কথা বলল ল্যানসেটের 21 জনের বিশেষজ্ঞদের প্যানেল। সব মিলিয়ে এই সমস্ত নির্দেশকে মান্যতা দিয়ে ভারত কতটা করোনা ভাইরাসকে আটকাতে সক্ষম হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!