এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হঠাৎ বাতিল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর, তীব্র চাঞ্চল্য রাজনীতি মহলে

হঠাৎ বাতিল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর, তীব্র চাঞ্চল্য রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল সরকার গঠনের পর আগামী একুশে জুন প্রথম উত্তরবঙ্গ সফরে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তিনি নিজের হাতেই রেখেছেন। একাধিক কারণে রাজনৈতিক মহলের নজর ছিল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দিকে। কিন্তু বেশকিছু কারণে আপাতত বাতিল করা হলো মুখ্যমন্ত্রীর চারদিনের উত্তরবঙ্গ সফর। তবে, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দিন ঘোষণার সম্ভাবনা আছে।

গত কিছুদিন ধরেই কলকাতা সহ সারা রাজ্যে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। যার ফলে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আজ ও আগামীকাল প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে সারা রাজ্যে। আবার কিছুদিন পর রয়েছে ভরা কটাল। এই সমস্ত কিছুর কারণেই মুখ্যমন্ত্রীকে নবান্নে থেকে বিশেষভাবে নজর রাখতে হবে প্রশাসনের দিকে। তাই আপাতত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বাতিল করে দেয়া হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে শিলিগুড়ি পুরসভার পুর প্রশাসক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব জানালেন যে, রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। সেদিকে নজর রাখতে মুখ্যমন্ত্রীর নবান্নে থাকা জরুরি বলে মনে করছেন প্রশাসনের কর্তারা। আবার আগামী ২৬ সে জুন ভরা কটালের সম্ভাবনা আছে। এজন্যও বিশেষ প্রস্তুতি নিতে হচ্ছে প্রশাসনকে।

আবার আগামী পয়লা জুলাই পর্যন্ত রাজ্যে করোনার বিধি-নিষেধ জারি রয়েছে। এই সমস্ত কারণে মুখ্যমন্ত্রীর এবারের উত্তরবঙ্গ সফর স্থগিত করে দেয়া হয়েছে বলে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত তাঁর উত্তরবঙ্গ সফর স্থগিত করে দেওয়া হলো। রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব আরও জানিয়েছেন যে, পরে নতুন দিন ঠিক করা হবে। সাম্প্রতিক পরিস্থিতিতে উত্তরবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন।

আবার সম্প্রতি একাধিক কারণে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর তাৎপর্যপূর্ণ ছিল। যার মধ্যে অন্যতম হলো বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের একাধিক জেলায় আশানুরূপ ফল না হওয়া। এছাড়াও উত্তরবঙ্গের একাধিক জেলায় তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়েছে। এই সমস্ত বিষয়ে দলকে বিশেষ বার্তা দেওয়ার প্রয়োজন রয়েছে মুখ্যমন্ত্রীর। দলের কর্মীদের মনোবল বাড়াতেও মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!