এখন পড়ছেন
হোম > জাতীয় > একের পর এক বিপর্যয়ের মুখে টুইটার, এবার ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ

একের পর এক বিপর্যয়ের মুখে টুইটার, এবার ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টসাম্প্রতিককালে দেখা যাচ্ছে রাজনৈতিকভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে উদ্যত সবাই। এক্ষেত্রে বেশিরভাগ মানুষই বেছে নিয়েছেন টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতন প্ল্যাটফর্মকে। আর সোশ্যাল মিডিয়ার ব্যবহার যত বেড়ে চলেছে, ঠিক ততই স্পর্শকাতর বিষয়ের আনাগোনা বেড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই একটি নতুন ডিজিট্যাল আইনের ঘোষণা করেছেন। আর তাই নিয়ে টুইটারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের চলছিল চাপানউতোর। তার মধ্যেই এবার ভারতের টুইটারের প্রধান কর্তা পড়লেন বড়োসড়ো বিপাকে। সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক মুসলিম বৃদ্ধকে মারধরের ঘটনা ভিডিওর মাধ্যমে সামনে আসে।

খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজনৈতিক রঙ লাগে। অনেকেই এই ঘটনাটির ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়, তার মধ্যে টুইটার অন্যতম। পরবর্তীতে উত্তরপ্রদেশ পুলিশ এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং পুলিশের তরফ থেকে জানানো হয়, কোন সাম্প্রদায়িক যোগ ছিলনা এই ঘটনায়। বরং যে বৃদ্ধকে মারধর করা হচ্ছে বলে জানা যাচ্ছে, তিনি নিজেই ভুয়ো কাণ্ডে জড়িত। তাঁকে নিগ্রহের ঘটনায় হিন্দু-মুসলিম উভয়ের উপস্থিতি ছিল। আর এই নিয়েই ভারতের টুইটার এর ম্যানেজিং ডিরেক্টর মনিশ মাহেশ্বরীকে ইতিমধ্যেই তলব করা হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

টুইটার কর্তার বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়েছে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রের নতুন ডিজিটাল আইন অমান্য করায় ইতিমধ্যেই টুইটারের ওপর থেকে কেন্দ্রীয় সুরক্ষা কবচ তুলে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এরমধ্যে কেন্দ্রের তরফ থেকেই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, আইনি সুরক্ষা যেহেতু নেই সেহেতু এবার টুইটারে যদি কোনরকম বিতর্কিত বিষয়বস্তু দেখা যায় তা নিয়ে জবাবদিহি করতে হবে। পাল্টা টুইটার যদি কোনরকম যুক্তিগ্রাহ্য উত্তর দিতে না পারে, তাহলে তার জন্য তাকে পড়তে হবে শাস্তির মুখে। আপাতত জানা গিয়েছে আগামী সাত দিনের মধ্যে উত্তরপ্রদেশের লোনি সীমান্তের থানায় হাজির হতে হবে টুইটার এর ম্যানেজিং ডিরেক্টরকে।

এর আগেই কংগ্রেসের টুলকিট বিতর্ক নিয়ে টুইটারের সঙ্গে কেন্দ্রের চাপানউতোর তুঙ্গে উঠেছিল। তার মধ্যে কেন্দ্রের নয়া তথ্যপ্রযুক্তি আইন অমান্য করে টুইটার বেশ বিপাকে পড়েছে। আর এবার আরও বিপদ বাড়িয়ে সামনে এলো গাজিয়াবাদের ঘটনা। ইতিমধ্যেই অবশ্য ওই ভুয়ো পোস্ট শেয়ার করার জন্য টুইটার কর্তা, বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর সহ আরও 4 জনের নামে অভিযোগ জানানো হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে এবার দেখার অভিযুক্তরা পাল্টা কি পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি টুইটার কর্তা পরিস্থিতি কিভাবে সামলান সেদিকেও থাকবে নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!