এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত তুঙ্গে, কি বলছেন বিরোধী নেতা !

করোনা নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত তুঙ্গে, কি বলছেন বিরোধী নেতা !

তারা যেমন কেন্দ্রের বিরোধী দল, ঠিক তেমনই তারা রাজ্যেরও বিরোধী দল। তবে করোনা মহামারীকে আটকাতে প্রথম থেকেই অন্যান্য রাজনৈতিক দলগুলোর মত কংগ্রেসের পক্ষ থেকেও কেন্দ্র এবং রাজ্যকে সাহায্য করার কথা বলা হয়েছিল। এক্ষেত্রে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে সকলের একযোগে কাজ করা উচিত বলেও জানিয়েছিল প্রতিটি রাজনৈতিক দল। তবে আশ্চর্যজনকভাবে প্রথমদিকে কোনোরূপ রাজনীতি না হলেও, বর্তমানে সেই করোনা ভাইরাসকে নিয়ে পশ্চিমবঙ্গে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে।

কেন্দ্র এবং রাজ্যের মধ্যে প্রায়ই দেখা দিচ্ছে সংঘাত। আর এই পরিস্থিতিতে এবার ময়দানে নেমে সেই কেন্দ্র-রাজ্য সংঘাত নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গ বিধানসভার কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। সূত্রের খবর, এদিন প্রথমে কেন্দ্রকে আক্রমণ করে আব্দুল মান্নান বলেন, “গোটা দেশে যখন করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার মেঘ ঘনিয়েছিল, তখন কেন্দ্রের মনে ছিল স্রেফ রাজনীতি। মধ্যপ্রদেশের সরকার অন্যায় ভাবে ভেঙে তখন সেখানে সরকার গড়তে মশগুল ছিল কেন্দ্রের শাসক দল। শপথের ব্যবস্থাও করা হল। তার আগেও দেখেছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারতে আমন্ত্রণ জানিয়ে নিজের প্রচারের ব্যবস্থা করতে ব্যস্ত প্রধানমন্ত্রী।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিয়েও কটাক্ষ করেন আবদুল মান্নান। তিনি বলেন, “বাংলাতে তথৈবচ অবস্থা। সরকার তথ্য গোপন করছে। মানুষ বিভ্রান্ত। রেশনের চাল, গম, চিনি নিয়ে জেলায় জেলায় গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে। লকডাউন না মেনে বহু মানুষ রাস্তায় নেমেছে। কিন্তু প্রশাসন উদাসীন। প্রকৃত কাজের তুলনায় এখানেও প্রচারে ব্যস্ত সকলে।” আর এরপরই কেন্দ্র এবং রাজ্যকে একযোগে কটাক্ষ করেন এই হেভিওয়েট কংগ্রেস নেতা।

তিনি বলেন, “কেন্দ্র-রাজ্য লড়াই হচ্ছে। কাজের কাজে মন না দিয়ে রাজায় রাজায় যুদ্ধ চলছে। আর আমাদের আশঙ্কা, এতে সাধারণ মানুষের প্রাণ না যায়। কেউ ধোয়া তুলসী পাতা নয়।” তবে কেন্দ্র এবং রাজ্য এই যুদ্ধ চালালেও, দল হিসেবে কংগ্রেস করোনা মোকাবিলায় সব সময় সরকারকে সহযোগিতা করে যাবেন বলেও এদিন নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা।

বিশেষজ্ঞরা বলছেন, বিরোধী দলনেতা হিসেবে আবদুল মান্নানের এই বক্তব্য বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা যখন কেন্দ্র এবং রাজ্য করোনা মোকাবিলার নাম করে যুদ্ধ করতে ব্যস্ত, ঠিক তখনই হতাশ হয়েছে বাংলার মানুষ। অনেকেরই মনে হয়েছে, এই করোনা মোকাবিলার সময়ও কেন রাজনীতি এসে পড়ছে বারবার! এমতাবস্তায় সেই মানুষের কথা তুলে ধরে আব্দুল মান্নান চেষ্টা করলেন, কেন্দ্র এবং রাজ্যের শাসক দলকে কোণঠাসা করে দেওয়ার। এখন আব্দুল মান্নানের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্র-রাজ্য কতটা চাপে পড়ে, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!