এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আমফানের ক্ষত টাটকা ,ফের দুশ্চিন্তা বাড়িয়ে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা, জানালো আবহাওয়া দপ্তর

আমফানের ক্ষত টাটকা ,ফের দুশ্চিন্তা বাড়িয়ে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা, জানালো আবহাওয়া দপ্তর


কেটে গিয়েছে প্রায় ৯০ ঘন্টা আমফানের ভয়ঙ্কর তান্ডবের স্মৃতি এখনো স্পষ্ট।আমফান পরবর্তী পরিস্থিতিতে কলকাতার বিস্তীর্ণ অংশ এখনও জল, বিদ্যুৎহীন। একই দুর্ভোগ দুই ২৪ পরগনার বহু এলাকার বাসিন্দাদেরও। না মিলেছে বিদ্যুৎ সংযোগ, না ঠিকমতো জল পরিষেবা পেয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ নিগম পর্ষদের কাছে মুখ্যমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর সুরাহা করার জন্য কার্যত নির্দেশ দিয়েছেন। এদিকে,শহর কলকাতার পথঘাট থেকে গাছ সাফ করার জন্য সেনা নামানো হয়েছে।

কিন্তু তার মধ্যেই ফের বড়সড় দুশ্চিন্তার কথা শোনালো আবহাওয়া দপ্তর। হ্যানা যাচ্ছে এদিন আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বই কাটছে না দক্ষিণবঙ্গেরও। জানানো হয়েছে , দক্ষিণবঙ্গের ৩-৪ জেলা হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা ও আশপাশের আকাশ মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূবালী হাওয়া ও দক্ষিণী হাওয়ার জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। এর জেরেই বর্জ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূবালী হাওয়া ও দক্ষিণী হাওয়ার জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। এর জেরেই বর্জ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আর এই নিয়েই ফের চিন্তা আবরছে রাজ্যবাসীর। কেননা আমফানের জেরে লন্ডভন্ড হয়ে অসহ গোটা বাংলা। কেটে গেছে কয়েকটা দিন কিন্তু এখনো ঠিক হয়নি পরিস্থিতি, সেনারা নেমেছেন রাস্তায়। তাঁরাও যথাসাধ্য চেষ্টা করছেন তবুও লাগবে এখনো অনেকটা সময়। আর তার মধ্যেই ফের যদি বৃষ্টি হয় তবে উদ্ধারকাজ ব্যাহত হবে কবে স্বাভাবিক হবে তা জানা থাকবে না কারুরই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!