স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলার সমস্যার কথা তুলে ধরলেন মুকুল রায় জাতীয় বিশেষ খবর রাজ্য February 26, 2018 গত বৃহস্পতিবার মেঘালয়ে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে দুপুরে আলিপুরদুয়ারের হাসিমারা এয়ারবেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করেন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায়ের সঙ্গে। সূত্রের খবর, মুকুল রায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অসম্ভব খুশি। তিনি জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ, নরেন্দ্র মোদীর আন্তরিকতা তাঁর মন ছুঁয়ে গিয়েছে। তিনি আরও জানিয়েছেন যে রাজ্যের নানা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের দুজনের একান্তে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সবটাই মন দিয়ে শুনেছেন এবং সবকিছু করার আশ্বাসও তাঁকে দিয়েছেন বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে। এখানেই শেষ নয়, বিজেপির অন্দরে মুকুল রায়ের প্রভাব ক্রমশ বর্ধমান তা আরেকটি সূত্রের খবরে স্পষ্ট। সূত্র মারফত জানা যাচ্ছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই আরএসএসের বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে শীঘ্রই রাজ্যে আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত। সেখানেই মুকুল রায়ের সঙ্গে তিনি নাকি একান্তে আলোচনা করতে চান। তবে কবে এই বৈঠক হতে চলেছে সে নিয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায় নি। শোনা যাচ্ছে রাজ্যে আসার আগেই রাজ্যের বাইরেও মোহন ভাগবাতের সঙ্গে বৈঠক করতে পারেন মুকুল রায়। সবমিলিয়ে, বাংলায় বিজেপির উত্থানে মুকুল রায়ই যে বিজেপির তুরুপের তাস হয়ে উঠছেন ক্রমশ সেকথা স্পষ্ট হয়ে উঠছে। আপনার মতামত জানান -