এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিদ্যুৎ জলের প্রতিবাদ করতে গিয়ে তৃণমূল কাউন্সিলরের হাতে চড় খেতে হলো যুবককে, অভিযোগ এমনটাই

বিদ্যুৎ জলের প্রতিবাদ করতে গিয়ে তৃণমূল কাউন্সিলরের হাতে চড় খেতে হলো যুবককে, অভিযোগ এমনটাই


সার্ভে পার্কে বিদ্যুৎ না আসা নিয়ে বচসার জেরে এক যুবককে চড় মারার অভিযোগ উঠল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সুপার সাইক্লোন আমফানের দাপটে বিধ্বস্ত রাজ্যে। কলকাতায় এখনো সচল হয়নি। তার মধ্যে ঘূর্ণিঝড়ের ধাক্কায় ১০০ ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত নেই জল, বিদ্যুৎ যার জেরেই ফুঁসছে বাংলা।

বিশেষ করে কলকাতা ও তার পার্শবর্তী অঞ্চল এই নিয়ে অভিযোগ জানাচ্ছে বার বার বলেও কোনো কাজ হচ্ছে না। শুধু এটাই নয়, এর সাথে চলছে বিক্ষোভ। কোথাও কোথাও বিক্ষোভ এটি বেশি যে পুলিশ লাঠি চার্জ করেছে। আর সেখানেই উঠছে প্রশ্ন যে কেন এমন পরিস্থিতিতে পড়তে হলো সাধারণ মানুষকে ?

আবহাওয়া দপ্তর থেকে অনেক দিন আগে থেকেই সাবধান করা হয়েছে তাদের তরফ থেকে বার বার জানানো হয়েছে যে এই ঝড় কতটা শক্তিশালী। কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। যদিও তখন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল যে এর মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছেন তাঁরা। তবে আমফান মেটার পরেই কেন প্রশাসনের ব্যর্থতা চোখে পড়ছে। আর এই নিয়েই এবার সরব হয়েছে বিরোধীরা।

বিদ্যুৎ, জল-সহ ন্যূনতম পরিষেবা পাচ্ছেন না মানুষ, অসহায় হয়ে বার বার প্রশাসনকে জানানোর পরেও মিলছে না সাড়া যার জেরে বাধ্য হয়ে কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। অভিযোগ বার বার বলা স্বত্তেও বহু জায়গায় গাছ কাটার কাজও শুরু হয়নি। অভিযোগ যদি নিজেরা নাই পারবে তবে কেন এত দেরি করা হলো কেন প্রতমেই সেনাকে ডাকা হলো না কেন ঝড়ের তিন দিন পরে সেনাকে ডাকা হয়েছে। বিরোধীদের বক্তব্য, বিপর্যয় গভীর, তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু ঘটনার পরে পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রস্তুতি প্রশাসনের তরফে চোখে পড়েনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এইসবের মাঝেই এবার সার্ভে পার্কে বিদ্যুৎ না আসা নিয়ে বচসার জেরে এক যুবককে চড় মারার অভিযোগ উঠল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, যুবক গায়ের কাছে চলে আসার জেরেই তাঁকে চড় মেরেছেন তিনি। মহিলা হওয়ায় তিনি এই কাজ করতে বাধ্য হয়েছেন। যদিও ওই যুবক কাউন্সিলরের গায়ের কাছে চলে আসার অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয়দের দাবি কেন জল বিদ্যুৎ আসেনি সেই নিয়ে অভিযোগ জানানো হচ্ছিলো , ওই যুবকও অভিযোগ জানাচ্ছিলেন সেই সময়েই তার সঙ্গে বাকযুদ্ধে জড়ান তৃণমূল কাউন্সিলর আর এরপরেই তাঁকে চড় মারেন ওই কাউন্সিলর।

তবে কাউন্সিলরের দাবি ওই যুবক তার খুব কাছে চলে এসেছিলো, অসভ্যতামির চেষ্টা করছিলো যে কারণে তিনি চড় মেরেছেন। স্থানীয়দের দাবি কাউন্সিলর মিথ্যা বলছেন। কাজ করতে পারছেন না আর তার দায় চাপাচ্ছেন সাধারণ মানুষের উপর ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। যদিও এই নিয়ে তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, ওই কাউন্সিলর তৃণমূল মন্ত্রী অরূপ বিশ্বাস এর ঘনিষ্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!