এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > জল্পনা বাড়িয়ে দলবদলের পথে আরেক প্রভাবশালী বিধায়ক?

জল্পনা বাড়িয়ে দলবদলের পথে আরেক প্রভাবশালী বিধায়ক?

ত্রিপুরাতে ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ত্রিপুরাতে সরকার গড়ার পথে, আর তার সাথেই এবার পাখির চোখ করতে চলেছে বাংলা বলে দাবিও জানাচ্ছে। আর সেই বাংলা দখলের উদ্দেশ্যে পঞ্চায়েতের আগেই অন্যদল থেকে ‘যোগ্য’ নেতা-কর্মী নিয়ে নিজেদের সংগঠন মজবুত করতে ব্যস্ত। কিন্তু তার মাঝেই, এবার দলবদলের পথে দুর্গাপুরের দাপুটে বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বলে তুমুল জল্পনা রাজনৈতিক মহলে। গত বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন বিধায়ক ও দুর্গাপুরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিরোধ তীব্র হয়, শেষপর্যন্ত সেই লড়াই এতটাই তুমুল আকার নেয় যে দল ছাড়েন বিশ্বনাথবাবু। শুধু দল ছাড়াই নয়, এরপর বিধানসভা নির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়ে হারিয়ে দেন তাঁর ‘রাজনৈতিক গুরু’ বলে পরিচিত অপূর্ববাবুকে।

কিন্তু নির্বাচনে জেতার পর থেকেই কংগ্রেসের সঙ্গে দুরাততো বাড়তে থাকে বিশ্বনাথ বাবুর, ইতিমধ্যেই রাজনৈতিক সন্ন্যাস নেন অপূর্ববাবুও। গত পুরভোটে বিশ্বনাথবাবুর স্ত্রী ও বেশ কিছু অনুগামী শাসকদলের টিকিটে কাউন্সিলরও হন, ফলে তখন থেকেই জল্পনা চলছিল, যে তিনি নাকি মান-অভিমান ভুলে শাসকদলে যোগ দিতে পারেন। কিন্তু, ইতিমধ্যেই জাতীয় ক্ষেত্রে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের এক জোট সম্ভাবনা তৈরি হয়, ফলে দলবদলের সেই সম্ভাবনা তখনকার মত স্থগিত হয়ে যায়। কিন্তু এরপরেই কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে দূরত্ত্ব বাড়তে থাকে, অন্যদিকে শাসকদলের সঙ্গে বিশ্বনাথবাবুর ওঠাবসা বেড়ে যায় বলে স্থানীয় সূত্রের খবর। আর আজ দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যেভাবে তাঁকে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে দেখা গেল, তারপরেই জল্পনা চরমে এবার কি তবে পাকাপাকিভাবে দলবদল করতে চলেছেন দুর্গাপুরের কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল? কিন্তু এই নিয়ে তিনি নিজে বা শাসকদল এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া না দেওয়ায় দলবদলের সেই সম্ভাবনা এখনো জল্পনার স্তরেই রায়ে গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!