এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার তৃণমূল কংগ্রেস সভাপতি বিজেপিতে, আরো বড় ভাঙ্গনের দাবি বঙ্গ বিজেপি

এবার তৃণমূল কংগ্রেস সভাপতি বিজেপিতে, আরো বড় ভাঙ্গনের দাবি বঙ্গ বিজেপি


‘চলো পাল্টাই’ স্লোগান দিয়ে পড়শী রাজ্য ত্রিপুরাতে ২৫ বছরের বাম শাসনের ‘মিথ’ ভেঙে প্রায় শূন্য থেকে শুরু করে সরকার গড়েছে বিজেপি। আর এবার তাই পাখির চোখ পশ্চিমবঙ্গ, ‘এবার বাংলা’ স্লোগান দিয়ে বাংলায় ‘পরিবর্তনের পরিবর্তন’ করার জন্য কোমর বেঁধে নেমে পড়ল গেরুয়া শিবির। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, বাংলায় সরকার গর্তে না পারলে বিজেপির ‘স্বর্ণযুগ’ কিছুতেই রচিত হবে না। অন্যদিকে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায় কার্যত হুমকি দিয়ে রেখেছেন এই বলে যে, ত্রিপুরার মত বাংলাতেও এবার পরিবর্তন আসন্ন। আমাকে ‘গদ্দার’ বলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার টের পাবেন আমার ক্ষমতা, আগামী পঞ্চায়েত থেকেই বাংলায় পরিবর্তনের সূচনা হবে।

আর সেই পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখেই এবার সংগঠন গোছাতে আসরে নেমে পড়ল বঙ্গ বিজেপি। বিজেপির দাবি, গতকাল পুরুলিয়ার রঘুনাথপুরে দলীয় সাভার শেষে দলীয় নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌরী শংকর আচার্য্য সহ ২০০ জন কর্মী যোগদান করেন তাঁদের দলে। বিজেপি সূত্রের আরো দাবি, ত্রিপুরায় পরিবর্তনের ঢেউয়ের প্রভাব প্রবল ভাবে পড়তে শুরু করে দিয়েছে বঙ্গ রাজনীতিতে, একদিকে যেমন দলীয় কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে, অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলে থাকা পরিবর্তনপন্থী ও দোদুল্যমানতায় ভোগ নেতা-কর্মীরা বিশ্বাস করতে শুরু করেছেন বাংলাতেও এবার পরিবর্তন সম্ভব, তাই আগামীদিনে রাজ্যজুড়ে দিকে দিকে আরো বড় ভাঙন আসন্ন।

*ছবিটি প্রতীকী

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!