এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সম্ভাবনা থাকলেও কি কারনে এমন বিপর্যয় গেরুয়া শিবিরের? বিশ্লেষণে উঠে আসছে একের পর এক কারণ

সম্ভাবনা থাকলেও কি কারনে এমন বিপর্যয় গেরুয়া শিবিরের? বিশ্লেষণে উঠে আসছে একের পর এক কারণ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল না হলেও পুর ভোটে বিজেপির উত্থান হবার সম্ভাবনার কথা বলেছিলেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। কিন্তু উত্থান তো দূরে থাক বিধানসভা নির্বাচনের তুলনায়ও অনেক খারাপ ফল করল বিজেপি। মাত্র তিনটি আসনে আটকে গেল বিজেপির ছোট লাল বাড়ি দখলের স্বপ্ন। কি কারনে এমন পরাজয়ের সম্মুখীন হল বিজেপি? বিশ্লেষনে উঠে আসছে একের পর এক কারণ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে, বিজেপি রাজনৈতিক লড়াইয়ে তেমন মনোযোগ না দিয়ে, খুব বেশি আদালতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। পুরভোটের বিজ্ঞপ্তি জারি হতেই আইনি লড়াইয়ে নেমে পড়েছিল বিজেপি। সব কেন্দ্রে একসঙ্গে ভোট করানোর দাবিতে, কখনো কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। দলের নেতাকর্মীরা আদালতের দিকে অধিক মনোযোগ দেওয়ার কারণে নির্বাচনী প্রচার জমে উঠতে পারেনি। তাই ফলাফল যা হবার তাই হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মেয়াদ শেষ হবার আগেই হঠাৎ করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। সুকান্ত মজুমদারকে আনা হয় দলের রাজ্য সভাপতির দায়িত্বে। কিন্তু এই কাজটি সুষ্ঠু ভাবে করতে পারে নি গেরুয়া শিবির। দলের একাংশের দাবি, সংগঠনের রদবদল করতে গিয়ে ব্যাপারটি তালগোল পাকিয়ে যায়। যার বড় রকম ফল ভোগ করতে হয় দলকে।

আবার অনেকেই এটাও বলছেন যে, ভোটের আগে কলকাতা পুরসভার ১৬ টি বরোর দায়িত্বে ১৬ জন বিধায়ককে আনা হয়েছিল। কিন্তু এরা কেউই কলকাতার বাসিন্দা নন। এই কারণে যে এলাকার দায়িত্ব তাদেরকে দেয়া হয়েছিল, সেই এলাকা সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা ছিল না। সেইসঙ্গে সংগঠনের দুর্বলতার কারণে অধিকাংশ কেন্দ্রে মানুষের কাছেই পৌঁছাতে পারেনি গেরুয়া শিবির। এ সমস্ত কারণে পুরভোটে ব্যর্থতার মুখে পড়তে হয়েছে দলকে।

অনেকে বলছেন, দলের ইশতেহারে যেমন অস্পষ্টতা ছিল, তেমনি প্রচারের কাজও উপযুক্তভাবে করতে পারেনি গেরুয়া শিবির। প্রচারে ঘাটতি থাকার কারণে জনগণের মনে দাগ কাটতেও পারেনি বিজেপি। এই সমস্ত কারণেই দলের এমন বিপর্যয় বলে, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!