এখন পড়ছেন
হোম > অন্যান্য > কবে থেকে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পড়ুয়ারা স্কুলে যেতে পারবে? কি বলছে শিক্ষা দপ্তর?

কবে থেকে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পড়ুয়ারা স্কুলে যেতে পারবে? কি বলছে শিক্ষা দপ্তর?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট করোনা পরিস্থিতি দেশে আসা মাত্রই দেশজুড়ে স্কুল-কলেজ বন্ধ হয়ে গিয়েছিল। এ রাজ্যেও সেই একই ছবি ছিল এতদিন। কিন্তু সম্প্রতি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলা নিয়ে। কানাঘুষো শোনা যাচ্ছিল, জানুয়ারি মাস থেকে হয়তো প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল নতুন করে শুরু হতে পারে। কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল জানুয়ারিতে অন্তত খোলা হচ্ছেনা। তার কারণ বিশ্বজুড়ে করোনার নতুন প্রজাতি ওমিক্রণ তার খেলা দেখাতে শুরু করেছে এবং ওমিক্রণের বাড়বাড়ন্তে আতঙ্ক ক্রমশ বাড়ছে।

শিশুদের করোনা আক্রান্তের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা কোনোমতেই, তাই স্কুল খোলা নিয়ে এখন ধীরে চলো নীতিতে চলতে চাইছে রাজ্য সরকার বলে মনে করা হচ্ছে। সোমবার বিকাশ ভবনে পুস্তক সপ্তাহ পালন করা হয়। এবং সেখানে জানানো হয়েছে, জানুয়ারি মাসে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল আপাতত বন্ধ থাকছে। তাই জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সমস্ত ক্লাসের পড়ুয়াদের অভিভাবকদের হাতে স্কুলের পাঠ্যবই তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় প্রশাসন এবং শিক্ষক সংগঠনগুলির সাহায্য নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণী খুললেও সেখানে পড়ুয়ারা ক্লাসে উপস্থিত থাকছেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক ক্লাস শুরু হলেও আদৌ পড়ুয়ারা উপস্থিত থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকছে। তাই স্কুল খোলার জন্য বারবার প্রস্তুতি নিয়েও শিক্ষা দপ্তরকে পিছু হটতে হচ্ছে। তবে শিক্ষক সংগঠনগুলি এখনো তাঁদের দাবিতে অনড়। রাজ্যের প্রায় প্রতিটি শিক্ষক সংগঠন দাবি জানিয়েছে, দ্রুত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল খোলার। অন্যদিকে জানা যাচ্ছে, বিভিন্ন জেলায় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, স্কুলের বিভিন্ন কাজের জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের জন্য স্কুল খোলার কোনো পরিকল্পনা নেই রাজ্য শিক্ষা দপ্তরের। দীর্ঘ সময় যাবত পড়ুয়ারা বাড়িতে থাকার দরুণ পড়ুয়াদের মধ্যে একঘেয়েমি চলে আসছে বলে দাবি করা হচ্ছে। যদিও অনলাইন ক্লাস অব্যাহত রয়েছে। তবে প্রত্যেকেই চাইছে, দ্রুত সমস্ত পড়ুয়ারা স্কুলে যাওয়া শুরু করুক। আপাতত নজর থাকবে ওমিক্রণের গতিবিধির ওপর এবং তার ওপরই নির্ভর করবে কবে স্কুল খোলা হবে সবার জন্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!