এখন পড়ছেন
হোম > জাতীয় > তীব্র গতিতে বাড়ছে করোনার সংক্রমণ, দুদিনেই ছাড়ালো এক লক্ষ

তীব্র গতিতে বাড়ছে করোনার সংক্রমণ, দুদিনেই ছাড়ালো এক লক্ষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দেশ জুড়ে তীব্র গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। দুদিনের মধ্যে দেশের মোট করোনা আক্রান্তর সংখ্যা এক লক্ষেরও বেশি বেড়েছে। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশজুড়ে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৫৯,১১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোণা আক্রান্ত হয়ে দেশে মোট ২৫৭ জনের মৃত্যু ঘটেছে। গত ২৪ ঘণ্টার এই সংক্রমণ সাম্প্রতিক কালের রেকর্ড। শুধু মহারাষ্ট্রের ৩৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হলেন গত ২৪ ঘন্টায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেশজুড়ে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দুদিনে ভয়াবহভাবে বেড়েছে। গত ১৫ দিন ধরেই করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে তীব্রগতিতে। ২.৬ গুন্ হারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পূর্বের মত সম্প্রতি সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মুম্বাইয়ের ৫ হাজারেরও বেশি মানুষ গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন।

গত চারদিনে মহারাষ্ট্রে করোনার সংক্রমণ ঘটেছে ১ লক্ষেরও বেশি মানুষের। গত ২৪ ঘন্টায় এই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট ১১১ জন মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে ২৩,৫৮,৭৩১ জনকে। মহারাষ্ট্র ছাড়াও গুজরাট, পাঞ্জাবে বাড়ছে তীব্র সংক্রমণ।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!