এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আসেনি টেস্টের রিপোর্ট, তার আগেই ছেড়ে দেওয়া হল 500 পরিযায়ী শ্রমিককে! করোনার ভয়ে কাঁপছে বাংলা

আসেনি টেস্টের রিপোর্ট, তার আগেই ছেড়ে দেওয়া হল 500 পরিযায়ী শ্রমিককে! করোনার ভয়ে কাঁপছে বাংলা


যত দিন যাচ্ছে, ততই করোনা আক্রান্ত সংখ্যা নিয়ে ঘুম উড়তে শুরু করেছে বাংলার। বর্তমানে ভিন রাজ্যে থাকার পরিযায়ী শ্রমিকরা নিজের বাড়িতে ফিরে আসতে শুরু করেছেন যার ফলে সেই শ্রমিকদের শরীরে ভাইরাস থাকার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। ইতিমধ্যেই এর ফলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে রাজ্যে।

আর এবার টেস্টের রিপোর্ট না আসা সত্ত্বেও পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছেড়ে দেওয়ায় তীব্র বিতর্ক তৈরি হল। বস্তুত, রবিবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের দাশরথি হাজরা মেমোরিয়াল কলেজের কোয়ারেন্টাইন সেন্টারে থাকা শতাধিক পরিযায়ী শ্রমিক খাবার নিয়ে চরম বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর তারপরেই শ্রমিকদের ছেড়ে দেওয়া নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়।

যেখানে প্রায় 500 শ্রমিকের টেস্ট করতে পাঠানো হলেও, তার রিপোর্ট না আসার আগেই তাদের ছেড়ে দেওয়া হয়। যার ফলে এখন তৈরি হয়েছে বিতর্ক। তাদের রিপোর্টে আদৌ কি আছে, তা কেউ জানেন না। সেদিক থেকে তাদেরকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াবেন। আর যদি পরবর্তীতে তাদের রিপোর্টে করোনা পজেটিভ চলে আসে, তাহলে ব্যাপক সমস্যার মুখে পড়তে হবে সকলকে। কেন প্রশাসন এই পরিযায়ী শ্রমিকদের এভাবে ছেড়ে দিল?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে ভাতারের পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধক্ষ মানগোবিন্দ অধিকারী বলেন, “আমাদের তত্ত্বাবধানে এরুয়ার হাইস্কুল এবং বালিকা বিদ্যালয় 35 জন পরিযায়ী শ্রমিক ছিলেন। পুলিশ প্রশাসনের নির্দেশে তাদের বাড়ি চলে যেতে বলা হয়েছে।” কেন এমন ঘটনা ঘটল? কেন এভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হল? এদিন এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় বলেন, “বিষয়টি আমার জানা নেই। ওটা হয়ত স্থানীয়ভাবে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে।”

এদিকে এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক বিজয় ভারতী বলেন, “কোয়ারেন্টাইন রাখা সকলকে ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়নি‌। শুধুমাত্র যাদের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে, তাদেরই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” একাংশের প্রশ্ন, কোয়ারেন্টাইনে সরকার রাখছে নিরাপত্তার জন্য।

কিন্তু সেখান থেকে যদি স্থানীয় প্রশাসন এভাবে শ্রমিকদের ছেড়ে দিতে শুরু করে রিপোর্ট আসার আগেই, তাহলে করোনা ভাইরাস আরও বাড়তে শুরু করবে। কেন স্থানীয় প্রশাসন এই ধরনের সিদ্ধান্ত নিল! কেন তারা এই দায়িত্বজ্ঞানহীন কাজ করলেন! এখন তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে সর্বত্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!