এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আমপান দুর্গতদের পাশে থাকতে গিয়ে দিলীপের পর এবার চরম পুলিশি ‘হেনস্থার’ শিকার হেভিওয়েট বিজেপি সাংসদ!

আমপান দুর্গতদের পাশে থাকতে গিয়ে দিলীপের পর এবার চরম পুলিশি ‘হেনস্থার’ শিকার হেভিওয়েট বিজেপি সাংসদ!


একদিকে করোনাভাইরাস এবং অন্যদিকে সম্প্রতি বাংলার উপর দিয়ে বয়ে গিয়েছে ভয়াবহ ঘূর্ণিঝড় আমপান। আর এই ঘূর্নিঝড়ের পরেই বাংলার অনেক এলাকাকেই বিপর্যস্ত হতে দেখা গিয়েছে। কারও বাড়ির ছাদ উড়ে গিয়েছে, আবার কারও ঘরে বিদ্যুৎ নেই।

এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার আপ্রাণ প্রয়াস চালানো হচ্ছে। প্রত্যেক দলের জনপ্রতিনিধিরাই চাইছেন এই সময়ে সাধারণ মানুষের পাশে থাকার। কিন্তু এবার মানুষের পাশে থাকতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার হলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

যেখানে ভয়াবহ দুর্যোগে বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শনের সময় সামাজিক দূরত্ব না মানার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। যার জেরে তাকে পুলিশে হেনস্থা করে বলেও অভিযোগ ওঠে। আর এতেই রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জানা গেছে, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বনগার বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সাংসদ হিসেবে এদিন সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য গাইঘাটা দেবীপুরে যান বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। যেখানে তার সঙ্গে ছিলেন তার নিরাপত্তারক্ষী এবং বেশকিছু কর্মী-সমর্থক। বর্তমানে করোনা ভাইরাসের কারণে গোটা দেশজুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে সকলে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে, তার জন্য আবেদন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

কিন্তু শান্তনু ঠাকুর এদিন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে আসলেও কোনো সামাজিক দূরত্ব মানেনি বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ উঠল। শুধু তাই নয়, এই বিজেপি সাংসদকে এর জন্য পুলিশের পক্ষ থেকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এদিকে পুলিশের হেনস্থা নিয়ে এদিন এসডিপিওর সঙ্গে প্রবল বাকবিতণ্ডা শুরু হয় বিজেপির এই হেভিওয়েট সাংসদের। পরে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, “আমি একজন সাংসদ। শারীরিক দূরত্ব মেনে আমার এলাকায় দুর্গত মানুষদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। পুলিশ বাধা তৈরি করে আমাকে হেনস্থা করল। যে পুলিশ আমাকে আটকাতে আসে, তারাও সামাজিক দূরত্ব বজায় রাখেনি।” সব মিলিয়ে এবার বিজেপি সাংসদের পক্ষ থেকে বিধ্বস্ত এলাকা পরিদর্শনের সময় পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ ওঠায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!