এখন পড়ছেন
হোম > জাতীয় > রাম মন্দির মামলা শুরুর আগেই চাপ বৃদ্ধির খেলা শুরু করে দিল বিশ্ব হিন্দু পরিষদ

রাম মন্দির মামলা শুরুর আগেই চাপ বৃদ্ধির খেলা শুরু করে দিল বিশ্ব হিন্দু পরিষদ

রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে ঝামেলা আজকের নয় বহুদিন থেকে চলে আসছে এই ঝামেলা। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠা করার।বর্তমানে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছে যে মামলার শুনানি শুরু হবে আগামী সোমবার। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ তার আগেই এক বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল।তারা অযোধ্যায় রাম জন্মভূমিতে মন্দির নির্মাণ কাজে ব্যবহারের জন্য ৭০ ট্রাক ইট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য,অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টের যে মামলা চলছে। ২৯ অক্টোবর থেকে তার লাগাতার শুনানি হওয়ার কথা আছে। কিন্তু মামলার রায় পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য নেই আরএসএস-এর।সঙ্গ চলক মোহন ভাগবত ইতিমধ্যেই রাম মন্দির নির্মাণের অর্ডিন্যান্স জারির জন্য কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন। আর তারপর এইভাবে রাম মন্দির নির্মাণের জন্য ইট পাঠানো পুরো পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এলাকায় যেতে নতুন করে অশান্তি তৈরি না হয় সেদিকে কড়া নজর রেখেছে প্রশাসন। ইতিমধ্যে অযোধ্যা নিরাপত্তাব্যবস্থা আটোসাঁটো করা হয়েছে।এমনকি রাম জন্মভূমি থেকে সাধারণ মানুষের যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদ অবশ্য তাদের এই সিদ্ধান্তকে স্বাভাবিক বলেই দাবি করছে।পাশাপাশি তারা আশা করছে সুপ্রিম কোর্ট ও রাম মন্দির নির্মাণের উপরই সীলমোহর দেবে।আর একবার আয় বেরিয়ে গেলে আর দেরি করতে রাজি নয় তারা আর সেই কারণে এখন থেকেই ইট-পাথর সংগ্রহ করার কাজে লেগে পড়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
অযোধ্যার বিশ্ব হিন্দু পরিষদের একটি ওয়ার্কশপে রাম মন্দির নির্মাণের সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসা এই প্রক্রিয়ায় বছরখানেক আগেও একবার ইট নিয়ে আসা হয়েছিল অযোধ্যায় কিন্তু এবার তার থেকে প্রায় চার গুণ পরিমাণ বাড়ানো হয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি রম্পত রায় বলেন”আমরা কোন ভাবে পিছিয়ে যাবো না এটা সত্য প্রতিষ্ঠার লড়াই আর আশা করছি সুপ্রিমকোর্ট আমাদের সাথেই থাকবে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে বাবরি মসজিদ এর পক্ষ থেকে মামলাকারী ইকবাল আনসারীর মতে ভোট এলেই বিজেপি এরকম নানান অযৌক্তিক কাজ করে থাকে আর এটাও তার অন্যথা নয়।
সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন অবস্থায় বিশ্ব হিন্দু পরিষদের এরকম একটি সিদ্ধান্ত পরিস্থিতিকে অনেক জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!