এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নবান্ন নিয়ে বিশেষ সিদ্ধান্তের কথা জানালেন হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী

নবান্ন নিয়ে বিশেষ সিদ্ধান্তের কথা জানালেন হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রসঙ্গত, ইংরেজ আমল থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গের শাসন কেন্দ্র ছিল রাইটার্স বিল্ডিং বা লাল বাড়ি। তবে, তৃণমূল সরকারের ক্ষমতা দখলের পর বাংলা শাসন কেন্দ্র হয়ে উঠেছে নবান্ন বা নীল বাড়ি। রাইটার্স বিল্ডিং এর মেরামতি তথা সংস্কারের কারনে মুখ্য সচিবালয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নবান্নে। এবার নবান্ন নিয়ে বিশেষ সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করে তিনি জানিয়েছেন যে, বিজেপি ক্ষমতায় এলে নবান্নকে বৃদ্ধাশ্রম, ছাত্রাবাস বা হাসপাতালে রূপান্তরিত করা হবে।

ফেসবুকে সম্প্রতি এক পোস্ট করে বাবুল সুপ্রিয় জানিয়েছেন যে, মিডিয়ার পক্ষ থেকে আগামী বিধানসভা নির্বাচনকে বলা হচ্ছে নীল বাড়ির লড়াই। তা কেন বলা হচ্ছে? তা তিনি জানেন না। তিনি প্রশ্ন করেছেন, বিজেপি কি কখনো বলেছে যে, বিজেপি সরকার গড়া হলে এই নীল বাড়িকেই হেডকোয়ার্টার করা হবে? এরপরই তিনি জানিয়েছেন যে, এই নীল বাড়িতে বসে চরম জনবিরোধী, নিষ্ঠুর, অনৈতিক যে সমস্ত কাজকর্ম করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে এই বাড়িটি বাংলার ইতিহাসে একটি অভিশপ্ত বাড়ি হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর বাবুল সুপ্রিয় জানিয়েছেন যে, এই নীল বাড়ির শাপমুক্তি হতে পারে একমাত্র এই বাড়িকে গরীব মানুষের জন্য হাসপাতাল, মনোরম একটি বৃদ্ধাশ্রম, গ্রাম-গঞ্জ থেকে যে সমস্ত ছাত্র কলকাতায় পড়াশোনা করতে আসে, তাদের জন্য একটি ছাত্রাবাসে রূপান্তরিত করা হলে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র এই বক্তব্য শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, বাবুল সুপ্রিয় একটা পাগল। তাই তাঁর কথায় কিছুই আসে- যায়না। বাবুল সুপ্রিয় বিজেপির সর্বভারতীয় সভাপতি নন, বিজেপিতে তাঁর অবস্থানও ভালো নয়। এ কারণেই একজন কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্ত্বেও, তাঁকে বিধানসভার প্রার্থী করা হয়েছে। তাই তাঁর কথায় কান না দেওয়াই ভালো।

সম্প্রতি রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন যে, বাংলা ও বাঙালির আবেগ জড়িয়ে আছে মহাকরণের সঙ্গে। এর সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। বাঙালির এই আবেগকে সম্মান জানাতে বিজেপি ক্ষমতায় এলে নবান্ন থেকে মুখ্য সচিবালয় আবার মহাকরণে ফিরিয়ে আনা হবে। এরপর গতকাল বাবুল সুপ্রিয়র এই ফেসবুক পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি। একাধিক বিশ্লেষকদের ধারণা, বিজেপি নির্বাচনে জয়লাভ করলে নীল বাড়ির পরিবর্তে আবার লাল বাড়ি থেকেই হতে পারে বাংলার শাসন।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!