এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ক্যালেন্ডারের নতুন মাসে রাজ্যে পা দুই কেন্দ্রীয় বিজেপি নেতার, কি ঘটতে চলেছে বাংলার রাজনীতিতে?

ক্যালেন্ডারের নতুন মাসে রাজ্যে পা দুই কেন্দ্রীয় বিজেপি নেতার, কি ঘটতে চলেছে বাংলার রাজনীতিতে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে গেরুয়া শিবিরের তৎপরতাও তুঙ্গে উঠেছে। জানুয়ারি মাসের প্রথম থেকেই এ রাজ্যে একের পর এক কেন্দ্রীয় বিজেপি নেতারা আসতে চলেছেন। রাজ্যে পা দিচ্ছেন আগামী 9 জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারপর 12 ই জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার কথা। লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলাকে পাখির চোখ করেছে গেরুয়া শিবিরের নেতারা। আর সেই লক্ষ্য সফল করতে বঙ্গ বিজেপি নেতাদের পাশাপাশি বাংলার দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতারাও। সূত্রের খবর, কেন্দ্রীয় বিজেপি সভাপতি কলকাতায় এসে দুদিন থাকবেন।

আর এই দুদিনের কর্মসূচিতে তিনি দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। বছর শেষে গেরুয়া শিবিরে যোগদান করেছেন তৃণমূলের অন্যতম সেনা শুভেন্দু অধিকারী। খুব স্বাভাবিকভাবেই আগামী দিনের সাংগঠনিক বৈঠকে সর্বভারতীয় বিজেপি সভাপতির নজর যে শুভেন্দু অধিকারীর ওপর থাকবে সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। সম্প্রতি রাজ্য সফরে এসে ডায়মন্ড হারবার যাওয়ার পথে হামলার মুখে পড়েন সর্বভারতীয় বিজেপি সভাপতি। তাই নিয়েও রাজ্য রাজনীতিতে চলে ব্যাপক চাপানউতোর। আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কেন্দ্র-রাজ্য বিবাদ চরমে ওঠে। অন্যদিকে রাজ্য সফর সেরে দিল্লিতে ফিরে যাওয়ার পরেই করোনা ভাইরাসে আক্রান্ত হন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে জানা গিয়েছে, উপসর্গ কম থাকার কারণে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। দুদিনের সফর কাটিয়ে জেপি নাড্ডা চলে যাওয়ার পরেই আগামী 12 জানুয়ারি রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, তিনি কলকাতায় স্বামী বিবেকানন্দের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। অন্যদিকে অমিত শাহ এবং জেপি নাড্ডা যেভাবে একুশের বিধানসভা নির্বাচনকে নজরে দেখে ঘনঘন বাংলায় পা দিচ্ছেন, তাঁদেরকে তৃণমূল শিবির থেকে কড়া আক্রমণ শানানো হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের বহিরাগত ইস্যু নিয়ে চলছে চর্চা। এদিন প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরের সভা থেকে অভিযোগ করেছেন, রাজ্যে বাইরের সংস্কৃতি আমদানি করা হচ্ছে।

পাশাপাশি বিজেপি এরাজ্যে মনীষীদের অপমান করছে নিয়মিত। সব মিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলা জুড়ে শুরু হয়েছে টানটান উত্তেজনা। বছর শেষ হতে আর বিশেষ দেরি নেই। 2020 বছরটি কেটেছে রাজনৈতিক উত্তেজনায়। একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটে গিয়েছে বাংলার রাজনীতিতে। দুদিন পরেই বছর শেষ। একুশের আঙিনায় পা পড়বে সবার। আর শুরুতেই গেরুয়া শিবির কাজ এগিয়ে রাখতে চাইছে। আর সেই সূত্রেই রাজ্যে পা দুই হেভিওয়েট কেন্দ্রীয় বিজেপি নেতার। আপাতত এই একুশে বাংলার মসনদ কার দখলে যায়, সেদিকে নজর থাকবে রাজ্যের ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!