এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দু ক্রমশ নিজেকে প্রমাণ করার চেষ্টায়, তৃণমূলের সাথেই চাপে বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা

শুভেন্দু ক্রমশ নিজেকে প্রমাণ করার চেষ্টায়, তৃণমূলের সাথেই চাপে বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বছরশেষের বাংলার রাজনীতিতে পারদ চড়ছে শুভেন্দু অধিকারীর দলবদল নিয়ে। তৃণমূল থেকে বিজেপিতে গিয়েও শুভেন্দু অধিকারী কিন্তু যথেষ্ট সাড়া ফেলেছেন গেরুয়া শিবিরের এক সপ্তাহের মধ্যে। শুভেন্দু অধিকারী যেভাবে গেরুয়া শিবিরের লাগাম হাতে নিচ্ছেন তাতে কিন্তু বিশেষজ্ঞরা বিশেষ তাৎপর্য খুঁজে পাচ্ছেন। তৃণমূলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের জায়গায় ছিল তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই শুভেন্দু অধিকারীও একজন জননেতা হিসেবে পরিচিত। আর এই কারণে শুভেন্দু অধিকারীর অনুগামী সংখ্যাও অনেক বেশি গেরুয়া শিবিরের নেতাদের তুলনায়।

ফলস্বরূপ, বিশেষজ্ঞরা মনে করছেন শুভেন্দু অধিকারীর বিজেপিতে যাওয়ার পর একটু একটু করে পিছিয়ে পড়ছেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা। বিজেপিতে যোগ দেওয়ার পর যেভাবে শুভেন্দু অধিকারী একের পর এক রোডশো করে চলেছেন এবং জনসভা করে চলেছেন সেখানে ভিড় চোখে পড়ার মতো। বোঝাই যাচ্ছে, শুভেন্দু অধিকারী একজন দক্ষ সংগঠক। গেরুয়া শিবিরে প্রবেশ করার পরেই শুভেন্দু অধিকারী একধার থেকে তৃণমূল দল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ক্রমান্বয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারীর সামনে কিন্তু থমকে যাচ্ছেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা।

মাত্র 10 দিনেই শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, তিনি অন্যদের থেকে অনেকটাই এগিয়ে। পাশাপাশি শুভেন্দু অধিকারী এই মুহূর্তে অন্যতম বড় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। আর সেক্ষেত্রে একুশের বিধানসভা নির্বাচনকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন শুভেন্দু অধিকারী বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হয়ে উঠতে মরিয়া শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিজেপি এখনো পর্যন্ত একুশের বিধানসভা নির্বাচনের জন্য কোন মুখ্যমন্ত্রীর মুখ খুঁজে পায়নি বাংলা থেকে। যথারীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুখ করে বাংলার ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির।

[ content_block id=39107]

এক্ষেত্রেও শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদের জন্য একমাত্র যোগ্য হিসেবে প্রমাণ করতে চাইছেন নিজেকে বলে মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ। ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে শুভেন্দু গেরুয়া শিবিরে প্রবেশ করার সাথে সাথে নিজেকেও বদলে ফেলেছেন। গেরুয়া শিবিরের হিন্দুত্ব মতবাদ নিয়ে তিনিও বলতে শুরু করেছেন। জনসমক্ষে নিজেকে হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান বলে পরিচয় দিয়ে জেহাদিদের বার্তা দিচ্ছেন তিনি। পাশাপাশি মুখের ভাষাতেও তাঁর এসে গেছে অবাঙালি টান।

এমনকি মঞ্চে দাঁড়িয়ে জনসমক্ষে বলতে গিয়ে তিনি ব্যবহার করছেন হিন্দি শব্দ। অন্যদিকে তৃণমূল শিবিরও পিছিয়ে নেই। বিজেপির পাশাপাশি শুভেন্দু অধিকারীও এই মুহুর্তে তৃণমূলের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে একুশের বিধানসভা নির্বাচনে। সর্বোপরি বোঝাই যাচ্ছে, একুশের বিধানসভা নির্বাচন না তৃণমূল, না বিজেপি কারোর কাছেই খুব একটা সহজ হবে না। আপাতত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নিজেকে কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে প্রস্তুত করতে পারেন, সে দিকেই লক্ষ্য থাকবে রাজ্যের ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!