এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাতের অন্ধকারে টেট পরীক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ! উত্তাল কলকাতার রাজপথ

রাতের অন্ধকারে টেট পরীক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ! উত্তাল কলকাতার রাজপথ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই টেট পরীক্ষার্থীদের ক্ষোভ জমে উঠেছে। পাশ করেও উচ্চ প্রাথমিকে চাকরির ব্যাপারে তাঁরা বাধা পাচ্ছেন। আদালতের দ্বারস্থ হয়েও সুরাহা কিছুই হচ্ছে না। এদিকে রাজ্যে আসছে বিধানসভা নির্বাচন। তার আগেই টেট উত্তীর্ণরা নিজেদের সমস্যা সমাধানের জন্য পথে নেমেছেন। রাত পর্যন্ত এই অবস্থান-বিক্ষোভ চলছিল। কিন্তু তারপরেই খবর আসে গভীর রাতে সল্টলেকে বিক্ষোভরত টেট উত্তীর্ণদের ওপর পুলিশি নির্যাতনের। এই নিয়ে উত্তাল হয়ে ওঠে কলকাতা। আপার প্রাইমারি 14339 টি পদে নিয়োগের দাবিতে এদিন পথে নামেন টেট উত্তীর্ণরা। শুক্রবার আপার প্রাইমারি পদে নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণরা বিকাশ ভবন অভিযানের উদ্দেশ্য একজোট হন সল্টলেকের রাজপথে।

তাঁরা বিক্ষোভ করে বিকাশ ভবনের সামনে আসার প্রয়াস করলে পুলিশের বাধার মুখে পড়েন। এরপর পুলিশি বাধা উপেক্ষা করে তাঁরা স্কুল শিক্ষা কমিশনের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। এই বিক্ষোভ প্রসঙ্গে সংগঠনের সহ-সভাপতি সুশান্ত ঘোষ এবং সম্পাদক আনিসুর রহমান জানিয়েছেন, গেজেট পদ্ধতি অনুযায়ী নিয়োগ শুরু না হলে এরপর আন্দোলন আরো বৃহৎ আকার ধারণ করবে। এদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে সব জেলা থেকেই টেট পরীক্ষার্থীরা চাকরির দাবিতে বিকাশ ভবন অভিযানে সামিল হন। আন্দোলনকারীদের পক্ষ থেকে একদল প্রতিনিধি বিকাশ ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও দেখা করে বৈঠকে বসেন বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বৈঠক করেও সুরাহা কিছু মেলেনি। অন্যদিকে উত্তীর্ণদের সমর্থন জানাতে এদিন তাঁদের পাশে দাঁড়ান রাজ্যের প্রধান বিরোধী দলগুলির নেতৃত্বরাও। বিরোধী দল থেকে অভিযোগ করা হয়েছে টেট উত্তীর্ণ প্রার্থীদের দাবি না মেনে তাঁদের ওপর যেভাবে পুলিশি নির্যাতন চলছে, তা অত্যন্ত লজ্জাজনক। আর এরপরেই রাতের অন্ধকারে যেভাবে পুলিশ এসে অবস্থান-বিক্ষোভে বসা চাকরি প্রার্থীদের জোরপূর্বক বাসে তুলে শিয়ালদায় পাঠিয়ে দেয়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে চাকরিপ্রার্থীদের ক্ষোভ যে আরও দ্বিগুণ হারে বেড়ে উঠবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের।

অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, চাকরিপ্রার্থীদের সমস্যার সমাধানে বাদ সাধছে আদালতে চলা মামলাগুলি। যেগুলি টেট উত্তীর্ণদের পক্ষ থেকেই করা হয়েছে। সব মিলিয়ে টেট পরীক্ষার্থীদের চাকরি পাবার আশা দিন দিন যে জটিল আকার ধারণ করছে, সে ব্যাপারে একমত সবাই। তবে এদিন যেভাবে বলপূর্বক পুলিশ পরীক্ষার্থীদের উঠিয়ে দিলো অবস্থান-বিক্ষোভ থেকে, তা কিন্তু রাজ্য সরকারের প্রতি ক্ষোভ আরও বাড়াবে। ফলস্বরূপ আন্দোলনও যে আরো জোরদার হবে, সেকথা নিশ্চিত বলা যায়।

 

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!