এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিধানসভা নির্বাচনে বিজেপি কত খরচ করেছে বাংলায়? সামনে এল বিস্ফোরক তথ্য

বিধানসভা নির্বাচনে বিজেপি কত খরচ করেছে বাংলায়? সামনে এল বিস্ফোরক তথ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য ছিল বাংলার ক্ষমতা দখল করা। এবং তৃণমূল সেসময় বারবার অভিযোগ জানিয়েছিল, ক্ষমতা দখল করতে বিজেপি যথেচ্ছ টাকা খরচ করছে একুশের বিধানসভা নির্বাচনে। যদিও গেরুয়া শিবিরের পক্ষ থেকে সে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। কিন্তু এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তথ্য প্রকাশ পেয়েছে, তাতে চোখ কপালে উঠেছে সবাইকার। বিধানসভা নির্বাচনের সাত মাস পেরোনোর পর নির্বাচন কমিশন থেকে তথ্য পাওয়া গেল, চলতি বছরের শুরুতে যে পাঁচ রাজ্যে নির্বাচন হয়েছে, সেখানে বিজেপি খরচ করেছে মোট 52 কোটি টাকা। এবং এই মোট টাকার অন্তত 60 শতাংশ খরচ হয়েছে বাংলার নির্বাচনে।

অর্থাৎ টাকার অংকটা যে মোটেই খুব একটা কম নয়, তা বলাই বাহুল্য। বাংলা থেকে তৃণমূল শাসনের অবসান ঘটাতে বিজেপি খরচ করেছিল 151 কোটি টাকা। প্রচারে বিজেপি কোটি কোটি টাকা যে খরচ করেছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। বিধানসভা নির্বাচনের প্রচারের ক্ষেত্রে তৃণমূলকে ভালো মতন টক্কর দিয়েছিল গেরুয়া শিবির। বিভিন্ন জায়গায় সভা সমিতি, মিটিং মিছিলের আয়োজন করা বা তাতে যেভাবে লোক জোগাড় করা হয়েছিল তা যথেষ্ট খরচসাপেক্ষ। এছাড়াও ভোটের আগে যেভাবে নিয়মিত কেন্দ্রীয় মন্ত্রীরা, নেতারা এ রাজ্যে নিত্য আনাগোনা করছিলেন, তার পেছনেও বেশ মোটা খরচ হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি সদ্য গেরুয়া শিবিরের অন্যতম হেভিওয়েট নেতা তথা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথাগত রায় দাবি করেছেন, ভোটের আগে রীতিমতো টাকা ছড়িয়ে সেলিব্রিটিদের দলের নিয়েছিল বিজেপি যারা এখন দল ছেড়ে চলে যাচ্ছেন। যদিও এত টাকা যে খরচ হয়েছে, তার সরকারী হিসেবের অন্তর্গত কিনা তা কিন্তু এখনও স্পষ্ট নয়। কার্যত বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনব্যবস্থার অবসান করা বিজেপি রীতিমতো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল এবার। আর তাই অন্যান্য রাজ্যের তুলনায় বাংলাতেই সবথেকে বেশি খরচ করেছে বিজেপি নেতৃত্ব। কিন্তু এত খরচই সার। বাংলার মানুষ শেষ পর্যন্ত ভরসা করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই।

এবং রেকর্ড সংখ্যক ভোটে তৃণমূল জয়লাভ করেছে। বিজেপি বারবার 200 আসনে জয় করবে বলে দাবি করলেও শেষ পর্যন্ত মাত্র ৭৭ টি আসনে জয়লাভ করেছে। যা এখন ৭০ এ এসে ঠেকেছে। এটুকু তো স্পষ্ট, বাংলায় যে নির্বাচন হয়েছে তাতে গেরুয়া শিবিরের কিন্তু মুখ পুড়েছে ভালো রকম। এবং বিধানসভা নির্বাচনের পর দেখা যাচ্ছে, এ রাজ্যের গেরুয়া শিবিরের সংগঠন ক্রমশ ভাঙনের মুখে। এই অবস্থা থেকে উঠে দাঁড়াতে বিজেপি এবার কি পদক্ষেপ গ্রহণ করবে, সে দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!