বিজেপি কর্মীর উপর হামলা অভিযোগের তীর শাসকদলের দিকে বিশেষ খবর রাজ্য December 1, 2017 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের দিকে। গতকাল রাজ্যের প্রায় সর্বত্র দলের উত্থান দিবস পালন করে ভারতীয় জনতা পার্টি। সেই মতো হুগলী জেলার ধনেখালী এলাকায় বিজেপি কর্মীরা বিডিও অফিসে স্মারকলিপি জমা দেন। এরপর অন্য জায়গার মতো এখানেও মিছিল করা হয়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, স্থানীয় ব্লক সভাপতি প্রশান্ত বোসের নেতৃত্বে ধনেখালীর কানা নদীর ধার দিয়ে মিছিল যাবার সময় তৃণমূল হামলা চালায় বলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অনেক বিজেপি কর্মী বলেও অভিযোগ। আর এর পরিপ্রেক্ষিতে বিজেপি পুলিশের ভূমিকা নিয়ে আবারো প্রশ্ন তুলেছে। স্থানীয় বিজেপি নেতৃত্ত্বের তরফে অভিযোগ পাঁচ দিন আগে এই মিছিলের অনুমতি এবং কর্মীদের নিরাপত্তা চেয়ে আবেদন করা হলেও পুলিশ কোনো রকম সাহায্য করেনি। স্থানীয় তৃণমূল নেতৃত্ত্বের তরফ থেকে অবশ্য এনিয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনার মতামত জানান -