জাতীয় রাজনীতিতে ‘অন্য জোটের’ হাওয়া তুলে ২০১৯-র অঙ্ক জমিয়ে দিলেন মমতা ব্যানার্জী জাতীয় বিশেষ খবর রাজ্য March 5, 2018 উত্তর-পূর্ব ভারতে বিজেপির ত্রিপুরা বিজয়ের পরই রাজ্য রাজনীতি তে অন্য হাওয়া বইতে দেখা যাচ্ছে বলে বিজেপির দাবি। যদিও তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ত্রিপুরা বিজয়ের ঘটনা ও পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়া বিষয়ে আদৌ উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন। উল্টে ২০১৯ এই কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎপাটনের লক্ষ্যে জাতীয় রাজনীতিতে আগ্রাসী ভূমিকার ছাপ। আর তাই তাঁর কার্যকলাপে তৃতীয় ফ্রন্ট বা জাতীয় ফ্রন্ট গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উল্লেখ্য তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাও কয়েক দিন আগেই বিজেপি কে রুখতে তৃতীয় ফ্রন্ট বা জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানান। সেই আহ্বান সমর্থন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এছাড়াও কেসি রাও জানিয়েছেন তৃতীয় ফ্রন্ট সমর্থনের তালিকায় আছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, মহারাষ্ট্রের ছয় সাংসদ ও জন সেনা প্রধান পবন কল্যাণের নাম। এম চন্দ্রবাবু নাইড়ুর নাম রয়েছে প্রচ্ছন্ন সমর্থকের তালিকায়। এর আগে এত জনের সমর্থন পেলেও, বাংলার মুখ্যমন্ত্রীর সাড়া পেয়ে যে রাও অনেক বেশি আনন্দিত, তাঁর বক্তব্যে সেই কথা পরিস্কার, কেননা ২০১৪ সাল থেকে কেন্দ্রে প্রধান বিরোধী দল কংগ্রেস হলেও, দেশজোড়া মোদী-বিরোধিতার আগ্রাসী চেহারা একমাত্র তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানেই স্পষ্ট হয়েছে। দেশ তথা রাজ্যের মানুষ এখন তৃতীয় ফ্রন্ট এর ভবিষ্যত কী হবে সেই দিকেই তাকিয়ে। আপনার মতামত জানান -