এখন পড়ছেন
হোম > জাতীয় > উদ্ধার বিজেপি সাংসদের মৃতদেহ, হত্যা না আত্মহত্যা? ধন্দে রয়েছে পুলিশ

উদ্ধার বিজেপি সাংসদের মৃতদেহ, হত্যা না আত্মহত্যা? ধন্দে রয়েছে পুলিশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সকালে দিল্লির ফ্ল্যাট থেকে পাওয়া গেল জনৈক বিজেপি সাংসদের ঝুলন্ত প্রাণহীন দেহ। আজ সকালে হিমাচল প্রদেশের জনৈক বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ দিল্লিতে তাঁর ফ্লাট থেকে। আজ সকালে ফ্ল্যাটে সাংসদকে এভাবে দেখে, তার বাড়ির এক কর্মচারী আতঙ্কিত হয়ে পুলিশের কাছে খবর পাঠান।

এই খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর পুলিশ সাংসদের ফ্ল্যাট থেকে তাঁর প্রাণহীন দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ সাংসদের দেহ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে বিজেপি সাংসদের মৃতদেহ। কি করে তাঁর মৃত্যু হলো? তা এখনো জানতে পারে নি পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন? নাকি তাঁকে হত্যা করা হয়েছে? সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মার বয়স হয়েছিল ৬৩ বছর। ১৯৫৮ সালে হিমাচলপ্রদেশের মান্ডি জেলার জলপাহার গ্রামে তাঁর জন্ম। ২০১৪ সালে মান্ডি থেকে প্রথম সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৯ সালে তিনি পুনর্নির্বাচিত হয়েছিলেন। আবার বিদেশ বিষয়ক স্থায়ী কমিটি ও বিদেশ মন্ত্রকের পরামর্শক কমিটির সদস্য ছিলেন এই বিজেপি সাংসদ।

বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মার অকস্মাত্ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিজেপি শিবিরে। সম্প্রতি তাঁর ফ্ল্যাটে এসে পৌঁছেছেন একাধিক বিজেপি নেতৃত্ব। যাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁর মৃত্যুতে আজ সকালে সংসদীয় পার্টির বৈঠক বাতিল করে দিয়েছে বিজেপি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!