এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল ছাড়ার পরেই প্রাক্তন বিধায়ক গর্জে উঠলেন শাসক দলের বিরুদ্ধে, দলের হেভিওয়েট নেতার বিরুদ্ধে

তৃণমূল ছাড়ার পরেই প্রাক্তন বিধায়ক গর্জে উঠলেন শাসক দলের বিরুদ্ধে, দলের হেভিওয়েট নেতার বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে শুরু হয়েছে রাজ্যজুড়ে অসন্তোষ। ইতিমধ্যেই দেখা গেছে প্রার্থী তালিকা প্রকাশের পর তৃণমূল শিবিরে বানের জলের মতো ভাঙন শুরু হয়েছে। সেই ভাঙন কিন্তু এখনো অব্যাহত। সম্প্রতি রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায় দল ছেড়েছেন এবং দল ছাড়ার পরে তিনি তৃণমূলের বিরুদ্ধে করলেন বড়োসড়ো অভিযোগ। এবারের বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়েই দল ছাড়লেন দেবশ্রী বলে মনে করা হচ্ছে। দল ছাড়ার পর নিজের ক্ষোভ উগরে দিয়েছেন দেবশ্রী। দেবশ্রী রায় বলেন, তিনি দীর্ঘদিন ধরেই দলে অপমানিত হচ্ছিলেন, কিন্তু চুপ ছিলেন। এমনকি দলের নেতা পর্যন্ত তাঁকে হুমকি দিয়েছিলেন।

পাশাপাশি কুণাল ঘোষের বিরুদ্ধে দেবশ্রী বিস্ফোরক অভিযোগ তোলেন। দেবশ্রী বলেন, দলের বিরুদ্ধে কিছু না বলার জন্য কুণাল ঘোষ তাঁকে রীতিমত হুমকি দিয়েছিলেন। পাশাপাশি দেবশ্রী রায়ের দাবি, মানুষের জন্য কাজ করতে চেয়ে তাঁর ভাগ্যে জুটেছে অপমান এবং হতাশা। একইসাথে যখন তাঁকে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে বলা হয়, তখন তিনি বলেন সম্মানের সঙ্গে তিনি যেখানে কাজ করতে পারবেন, সেখানেই যাবেন। পাশাপাশি, শোভন-বৈশাখীকে নিয়ে যখন দেবশ্রী রায়ের কাছে জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে আবার তীব্র কটাক্ষ করেছেন দেবশ্রী তাঁদের। প্রসঙ্গত এর আগেও দেবশ্রী রায় বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু শোভন-বৈশাখীর আপত্তিতেই তা হয়নি। আর এদিনও শোভন-বৈশাখীকে নিয়ে দেবশ্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দলে থাকা না থাকা সেটা সম্পূর্ণ তাঁদের নিজেদের ব্যাপার। তবে তাঁরা কোন সেলিব্রেটি কাপেল নন, যে তাঁদের নিয়ে আলোচনা করতে হবে। প্রসঙ্গত, গত দুটি নির্বাচনে দেবশ্রী রায় কিন্তু জয়ী হয়েছিলেন তৃণমূলের টিকিটে। রায়দিঘীতে তাঁর যথেষ্ট প্রভাব দেখা যায়। কিন্তু তা সত্বেও তৃণমূল নেত্রী এবার তাঁকে টিকিট দিলেননা। যদিও রায়দিঘিতে না দাঁড়ানোরই ইচ্ছা প্রকাশ করেছিলেন দেবশ্রী। অন্যদিকে আবার বেশ কয়েক বছর ধরে রায়দিঘি বিধানসভা কেন্দ্রে দেবশ্রী রায়ের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ উঠেছে, যার মধ্যে টোটো কেলেঙ্কারি অন্যতম।

এই নিয়ে শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে প্রচারে এসে বলে গিয়েছিলেন জনসমক্ষে। সবমিলিয়ে দেবশ্রী রায় হঠাত করেই প্রাসঙ্গিক হয়ে উঠেছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।। অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপি ছাড়ার পর দেবশ্রী রায়ের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে বলে দাবি রাজনৈতিক মহলের। বাংলার বিধানসভা নির্বাচনের পূর্বে প্রতিনিয়ত সমীকরণ বদলের মুখে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!