এখন পড়ছেন
হোম > রাজ্য > বকেয়া ডিএর দাবিতে সরকারের বিরুদ্ধে এবার লাগাতার আন্দোলনে সরকারি কর্মীরা

বকেয়া ডিএর দাবিতে সরকারের বিরুদ্ধে এবার লাগাতার আন্দোলনে সরকারি কর্মীরা

বকেয়া ডিএ’র দাবিতে রাজ্যের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের ডাক দিল রাজ্য সরকারি কর্মীদের কো-অর্ডিনেশন কমিটি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে তারা হাঁটতে বাধ্য হবেন এমনটাই জানালেন সরকারি কর্মীরা। যদিও কো-অর্ডিনেশন কমিটি রাজ্য সরকারকে এখনও বেশ কিছুটা সময় দিতে চায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কো-অর্ডিনেশন কমিটির এক সদস্যের কথা অনুযাই, রাজ্য সরকারের উপর আস্থা রয়েছে। কিন্তু যেভাবে ক্রমশ কেন্দ্রীয় আর রাজ্যের সরকারী কর্মচারীদের মধ্যে ডিএ’র ফারাক বাড়ছে তাতে আর ধৈর্য্য ধরে রাখতে পারছেন না সরকারী কর্মীরা। আর সে জন্যেই আন্দোলন ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই। অল্পদিনেই নবান্ন অভিযানের ডাক দিতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা। প্রসঙ্গত, ৪৯ শতাংশ বকেয়া ডিএ আদায় সহ ১৮ দফা দাবিতে কো-অর্ডিনেশন কমিটি রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিল। কিন্তু লাভ হয়নি। বর্তমানে কো-অর্ডিনেশন কমিটি এই বিষয়ে সুবিচারের আশায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও বিভিন্ন দলের নেতাদের দ্বারস্থ হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!