এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যে আরও বেশি কর্মসংস্থানের লক্ষ্যে নয়া উদ্যোগ নিয়েছে তৃণমূল সরকার

রাজ্যে আরও বেশি কর্মসংস্থানের লক্ষ্যে নয়া উদ্যোগ নিয়েছে তৃণমূল সরকার


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়শই বিভিন্ন জনসভায় দাবি করেন ইতিমধ্যেই তাঁর আমলে রাজ্যজুড়ে ৮১ লক্ষ সরকারি কর্মসংস্থান হয়ে গেছে আর আগামী দিনে আরো ১ কোটি কর্মসংস্থান করা তাঁর লক্ষ্য। আর সেই লক্ষ্যকে বাস্তবের রূপ দিতে তিনি এবার গতানুগতিক সরকারি চাকরির বাইরে বেরিয়ে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে মন দিতে চলেছেন। আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে বর্তমান রাজ্য সরকার বাংলায় চালু করতে চলেছে ডিজিটাল মার্কেটিং এর উপর চাকরি। এর মধ্যেই বাংলার প্রায় ১০০ টি জেলায় চালু হয়ে গেছে ওয়েবেল সংস্থার স্টার্ট আপ সংক্রান্ত ওয়ার্কশপ। সাইবার নিরাপত্তা, ব্লকচেন, কৃত্তিম বুদ্ধিমত্তা ছাড়াও নানা প্রযুক্তিগত বিষয়ে বর্তমান যুবসমাজকে ওয়াকিবহাল করতে উদ্যোগী রাজ্য সরকার। জানা গেছে চালু করা হবে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত বিষয়ের ওপর নানা কোর্স। টোরি করা হচ্ছে কনসেপ্ট নোটও। মূলত বর্তমান যুগের সাথে পা মিলিয়ে চলা এবং তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বৃদ্ধি, এমনটাই লক্ষ্য বর্তমান রাজ্য সরকারের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!