এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূলের নেতৃত্ত্বে লোকসভায় ক্রমশ মোদী বিরোধিতায় সরব হচ্ছেন বিরোধীরা

তৃণমূলের নেতৃত্ত্বে লোকসভায় ক্রমশ মোদী বিরোধিতায় সরব হচ্ছেন বিরোধীরা


এবার কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ডাক দিলেন ডেরেক ও’ব্রায়েন, সুদীপ ব্যানার্জী, কল্যাণ ব্যানার্জীরা। এদিন দ্বিতীয় বাজেট অধিবেশন শুরু হওয়ার আগেই গান্ধী মূর্তির পাদদেশে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস সাংসদরা। জানা গেছে যোগ দিয়েছিলো ওয়াই এসআর কংগ্রেসের সদস্যরা। সূত্রের খবর, পিএনবি কাণ্ডে মোদী সরকারের মদত ছিল, এমনটাই অভিযোগ জানিয়ে বিক্ষোভে উত্তাল হয় সংসদ ভবন চত্বর। বিক্ষোভের জেরে অধিবেশন স্থগিত রাখা হয় বলে জানা গেছে। ২০১৯ এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় নেতৃত্ত্বে বিজেপি বিরোধী এক বৃহত্তর জোটের স্লটে পাকানো শুরু হয়ে গেছে, এই বিক্ষোভ কর্মসূচি সেসবেরই অং বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!