এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার প্রভাবশালীদের চাপ বাড়িয়ে চিটফান্ড কাণ্ডের তদন্ত নিয়ে নয়া পদক্ষেপ সিবিআইয়ের!

এবার প্রভাবশালীদের চাপ বাড়িয়ে চিটফান্ড কাণ্ডের তদন্ত নিয়ে নয়া পদক্ষেপ সিবিআইয়ের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –দীর্ঘদিন ধরে বেআইনি আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত চলছে। কিন্তু সেই তদন্তে মাঝেমধ্যেই ঢিল পড়ে যায়। যার ফলে বিরোধীরা রাজনৈতিক সমঝোতার অভিযোগ তুলে সরব হয়। কিন্তু এবার বিধানসভা নির্বাচন যখন এগিয়ে আসছে, ঠিক তখনই বেআইনি আর্থিক সংস্থা রোজভ্যালির কর্নধার গৌতম কুন্ডুর বিরুদ্ধে শুনানি পর্ব শুরু করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

জানা গেছে, ইতিমধ্যেই কলকাতার জেল থেকে গৌতম কুন্ডুকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে। যার ফলে নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাহলে কি এবার রোজভ্যালি সহ অন্যান্য আর্থিক কেলেঙ্কারি মামলায় সিবিআই তৎপর হতে চলেছে? অনেকে বলছেন, রোজভ্যালির মালিক গৌতম কুন্ডুকে ওড়িশা নিয়ে যাওয়া সিবিআই কর্তারা স্থির করে ফেলেছেন। তবে কলকাতার অনেকে চাইছেন, গৌতম কুন্ডুকে এখানকার জেলে রেখে দেওয়া হোক।

বস্তুত, এর আগেও বহু চেষ্টা করেও সিবিআই গৌতম কুন্ডু ভুবনেশ্বরে নিয়ে যেতে পারেনি। কিন্তু এবার যাতে তা হয়, তার জন্য তাড়াতাড়ি করে ফেলেছে। এদিন এই প্রসঙ্গে তদন্তকারী সংস্থার এক কর্তা বলেন, “রোজভ্যালির মামলার তদন্ত শেষ হয়েছে। চার বছর পার হয়ে গিয়েছে। এবার সেখানে শুনানি পর্ব শুরু হবে। আমানতকারীদের থেকে প্রায় 17 হাজার কোটি টাকা তুলেছে রোজভ্যালি। রাজ্যের বহু প্রভাবশালী এর সঙ্গে জড়িত। সেই কারণেই তাকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া প্রয়োজন।”

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

প্রসঙ্গত উল্লেখ্য, সারদা তদন্ত প্রায় শেষের মুখে। তাই এবার রোজভ্যালি তদন্ত শেষ করতে উদ্যোগী হচ্ছে তারা। সেদিক থেকে কলকাতায় বসে সিবিআইকে গৌতম কুন্ডু সহযোগিতা করবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আর এখানেই গৌতম কুন্ডুর আইনজীবীদের একাংশ বলছেন, কলকাতার জেলেই রাখা হোক রোজভ্যালির মালিক।

বিশেষজ্ঞরা বলছেন, সবথেকে বেশি কেলেঙ্কারি হয়েছে রোজভ্যালি। গত 2014 সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রথম এর বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু করে। তারপর গঙ্গা-যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে। এমতাবস্থায় পরিস্থিতি কোনদিকে গড়ায়, সেদিকেই নজর ছিল সকলের।

বিশেষজ্ঞরা বলছেন, রোজভ্যালি তদন্ত ঠিকমত চললে কেচো খুড়তে কেউটে বেরিয়ে আসতে পারে। তাই এমতাবস্থায় রোজভ্যালি তদন্ত চললে বিধানসভার আগে অনেকেরই ঘুম উড়িয়ে দিতে পারে। যার ফলে অনেকটাই চাপ বাড়বে বাংলার বিধানসভা নির্বাচনে বলে মত বিশেষজ্ঞদের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!