এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যে কি অশান্তির ছক কষছে বিজেপি? মন্ত্রিসভাকে বার্তা দিয়ে কি নির্দেশ মমতার!

রাজ্যে কি অশান্তির ছক কষছে বিজেপি? মন্ত্রিসভাকে বার্তা দিয়ে কি নির্দেশ মমতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট –  শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার একের পর এক বিজেপি নেতারা ডিসেম্বর মাসের পর সরকার কার্যত চাপে পড়বে বলে মন্তব্য করছেন। আর এই পরিস্থিতিতে এবার মন্ত্রিসভার বৈঠকে সকলকে সতর্ক করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে নভেম্বর এবং ডিসেম্বর মাসে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে বিজেপি বলে জানিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি এই বিষয়ে সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

সূত্রের খবর, এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই এই বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে নভেম্বর এবং ডিসেম্বর মাসে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে বিজেপি বলে জানিয়ে দিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান। পাশাপাশি এই বিষয়ে নাকা চেকিং বাড়ানো থেকে শুরু করে অশান্তি প্রতিরোধ করার ব্যাপারে গোটা মন্ত্রিসভাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!