ভারতী ঘোষকে নিচ্ছে বিজেপি সিলমোহর দিলীপের রাজ্য February 12, 2018 কানাঘুসো অনেকদিন চলছিল। আগেও দিলীপঘোষ এ নিয়ে মন্তব্য করে জল্পনা বাড়িয়েছিলেন.কয়েকদিন আগে সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছিল যে ভারতীদেবী বিজেপিতে যোগ দিতে চেয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করেছেন। এবার আজ ভারতী ঘোষের বিজেপিতে যোগদান নিয়ে ফের মুখ খুললেন দিলীপ ঘোষ। এদিন তিনি এক সংবাদমাধ্যমকে জানান যে ভারতী দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ কোট্রাতে চেয়েছেন হয়তো সেই বিষয়ে রাজ্য নেতৃত্ব কিছু জানে না। তবে কলকাতায় ফায়ার ভারতী ঘোষ যদি যোগাযোগ করেন তবে তাঁকে দলে নেওয়া হবে। দলে তাঁর জন্য দরজা খোলা।এখন ভারতী ঘোষ কি করেন সেটার দিকে গোটা বঙ্গ সমেত রাজনৈতিকমহল। আপনার মতামত জানান -