এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News,দুয়ারে সরকারের পর এবার দুয়ারে রেশনের পরিকল্পনা রাজ্য সরকারের

Breaking News,দুয়ারে সরকারের পর এবার দুয়ারে রেশনের পরিকল্পনা রাজ্য সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের প্রাক্কালে দুয়ারে সরকার প্রকল্পে যথেষ্ট রকম সাফল্যের মুখ দেখতে পেয়েছে রাজ্য সরকার। তাই প্রথম দফার পর দ্বিতীয় দফায় এই প্রকল্প শুরু করেছিল রাজ্য সরকার। এবার দুয়ারে সরকারের সাফল্য থেকেই দুয়ারে রেশন পরিকল্পনার বিষয়ে চিন্তা ভাবনা করছে শাসক দল তৃণমূল। আগামীকাল তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ হবার সম্ভাবনা। আর সেই ইশতেহারে থাকবে এই অভিনব পরিকল্পনার কথা।

তৃণমূল সূত্রের খবর, আগামীকাল রবিবার তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ হতে চলেছে। আর এই ইশতেহারে থাকবে দুয়ারে রেশন প্রকল্পের প্রতিশ্রুতি। দুয়ারে রেশন প্রকল্প চালু হলে, রেশন নেবার জন্য আর রেশন দোকানে যাবার প্রয়োজন থাকবে না। বাড়ি বাড়ি পৌঁছে যাবে চাল, গম সহ অন্যান্য রেশন সামগ্রী। যার ব্যবস্থা করবে সরকার। ফলে রেশন পাওয়া যথেষ্ট সহজ সাধ্য হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের নির্বাচনী ইশতেহারে একাধিক চমকের কথা থাকবে, বলে জানা যাচ্ছে। আর তারমধ্যেই একটি অন্যতম চমক হতে চলেছে এই দুয়ারে রেশন। তৃণমূল নেতৃত্বের দাবি এই পরিকল্পনার প্রতিশ্রুতি বিধানসভা নির্বাচনে মাস্টার স্ট্রোক হতে হতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূলের। প্রসঙ্গত, ইতিপূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার ক্ষমতায় এলে আজীবন বিনামূল্যে দেয়া হবে। আর এবার সরকারের পক্ষ থেকে নির্ঝঞ্ঝাটে রেশন বাড়ি বাড়ি পৌঁছে দেবার সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!