এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস >  “বাম-কংগ্রেস পারেনি, বিজেপিই পারবে” সেটিং নিয়ে বিস্ফোরক শুভেন্দু!

 “বাম-কংগ্রেস পারেনি, বিজেপিই পারবে” সেটিং নিয়ে বিস্ফোরক শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বাম কংগ্রেসকে কার্যত শূন্য করে দিয়ে রাজ্যে বিরোধী শিবির হিসেবে উঠে এসেছে ভারতীয় জনতা পার্টি। আর তারপর থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন, তারা সেটিং করা বিরোধী দল নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চোখে চোখ রেখে তারা লড়াই করবেন। এমনকি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ২০১১ থেকে ২০১৬ সালের পর যারা বিরোধী দলে ছিলেন, সেই বাম এবং কংগ্রেসের থেকে অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে চাপে ফেলে দেওয়ার মত পদক্ষেপ গ্রহণ করছে বর্তমান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি।

আর এই পরিস্থিতিতে বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে যখন বিজেপিকে কটাক্ষ করা হচ্ছে, তখন এই দুই দলের সঙ্গে তৃণমূলের সেটিং নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার স্পষ্ট দাবি, বিজেপি বাম এবং কংগ্রেসের মতো বিরোধী দল নয়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করেই ছাড়বে।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, “হ্রদ কাটবে বিজেপি, আর কই খাবে ওরা! আমরা রাস্তা পরিষ্কার করে দেব, আর ওরা ইনক্লাব জিন্দাবাদ নিয়ে আবার বেরিয়ে পড়বে। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র। বাল এবং কংগ্রেস বিরোধী দলে থাকলেও, তারা সেটিং করা বিরোধী দল ছিল। আর এখনকার বিরোধী দল এবং বিরোধী দলনেতা সেটিং করা নয়। তারা চোখে চোখ রেখে কথা বলছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করেই ছাড়ব।”

বিশেষজ্ঞদের মতে, এর আগে সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে আব্দুল মান্নান বিরোধী দলনেতা থাকলেও, তারা শুভেন্দু অধিকারীর মত এতটা ছাপ রাখতে পারেননি। কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলে দেওয়ার যে ফর্মুলা গ্রহণ করছেন শুভেন্দু অধিকারী, তাতে রীতিমত অস্বস্তির মুখে তৃণমূল সরকার। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়ে বাম এবং কংগ্রেসের বিরোধী দল থাকার সময়কার ইতিহাস স্মরণ করালেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা। যার ফলে রাজ্যের বর্তমান শাসক দল তো বটেই, এমনকি অতীতে বিরোধী দলের জায়গায় থাকা বাম এবং কংগ্রেসও অস্বস্তির মুখে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!