এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল নেতা মন্ত্রীদের বড়সড় হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ, করা হতে পারে ঘেরাও

তৃণমূল নেতা মন্ত্রীদের বড়সড় হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ, করা হতে পারে ঘেরাও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূলকে প্রবল কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল এক সাংবাদিক বৈঠকে একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন তিনি। তিনি কটাক্ষ করেছেন, সরকার সমস্ত জায়গায় নীতিহীন, দুর্নীতি পরায়ন। হাজার হাজার লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাদের সকলকে চাকরি দেওয়া সম্ভব নয়। টাকা ফেরত না পেয়ে আত্মহত্যা করেছেন অনেকে।

সরকারের কাছে থাকা নথি প্রকাশ করা হোক, কিন্তু তথ্য প্রকাশ করলেই দুর্নীতির প্রমাণ হয়ে যাবে। তিনি জানান, মেধাতালিকায় এক নম্বরে যার নাম রয়েছে, তাঁর বাবা হলেন তৃণমূলের নেতা। যারা এর সঙ্গে যুক্ত তাঁদের প্রত্যেকের শাস্তি হওয়া দরকার। দুর্নীতি বন্ধ করতে নেতা-মন্ত্রীদের ঘেরাও করা উচিত। ভুয়ো ভ্যাকসিন কাণ্ড সম্পর্কে তিনি জানালেন যে, ভ্যাকসিন কাণ্ডে দুর্নীতি হয়েছে। এ বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, গত বৃহস্পতিবার দিল্লিতে সলিসিটর জেনারেল তুষার মেহেতার বাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আগমন নিয়ে তীব্র বিতর্ক উঠেছে। তবে, এ প্রসঙ্গে সলিসিটার জেনারেল তুষার মেহেতা ও শুভেন্দু অধিকারী উভয়েই জানিয়েছেন যে, তাঁদের মধ্যে কোন চাক্ষুষ দেখা হয়নি। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, রাজ্যপাল প্রতিবাদ করেছেন বলে তৃণমূল তাঁর অপসারণ চাইছে। শুভেন্দু অধিকারী যদি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন, তাহলে তাঁরা হয়তো বলবেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতিকে অপসারণ করা হোক?

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও জানালেন যে, যে সব মন্ত্রী-নেতাদের টিভির পর্দায় বান্ডিল বান্ডিল টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদের বিষয়ে কেন প্রশ্ন করা হচ্ছে না? অন্যদিকে মুকুল রায়কে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, মুকুল রায় বিজেপির টিকিটে জিতেছেন, তারপর তৃণমূলে যোগদান করেছেন, এখন নির্লজ্জের মতো তাঁদের বেঞ্চে বসে আছেন। তিনি প্রশ্ন করেন, মুকুল রায় কি পিএসির চেয়ারম্যান হবেন বলে ত্রিশঙ্কু হয়ে গেছেন? এভাবেই, গতকাল রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একেরপর এক তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!