এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার থানা চত্বরেই বিজেপি নেতাকে মারধরের হুমকি তৃণমূল নেতার

এবার থানা চত্বরেই বিজেপি নেতাকে মারধরের হুমকি তৃণমূল নেতার

জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লিতে কাজের বরাত নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে এদিন। জখম হন দু দলেরই কমপক্ষে ১২-১৩ জন। এই নিয়ে বিজেপির যুবমোর্চার জেলা সভাপতি শ্যাম প্রসাদ বলেন, ”বিবেকানন্দপল্লিতে বিজেপির সাংগঠনিক শক্তি বাড়ায় গত কয়েকদিন থেকেই আমাদের কর্মীদের হুমকি দিচ্ছিল শাসক দলের কর্মীরা। ৩১ নম্বর জাতীয় সড়কের চার লেনের কাজের জন্য শ্রমিক নেওয়া হচ্ছে। সেই কাজ বাইরের লোকদের দিচ্ছে তৃণমূল।” অন্যদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল তাদের অভিযোগ এটি বিজেপির কাজ। এদিন কোতোয়ালি থানার বাইরে যুব তৃণমূলের সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, ”৪৮ ঘন্টার মধ্যে বিজেপির দুষ্কৃতীরা গ্রেফতার না হলে বিজেপি পার্টি অফিসে হামলা চালানো হবে।” তাঁর হুঁশিয়ারি, ”বিজেপির জেলা সভাপতি-সহ অন্য নেতাদের পিঠের চামড়া তুলে নেবার সময় এসেছে।”কিন্তু থানার বাইরে এইভাবে কি করে একজন নেতা অন্যজনকে হুমকি দিতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!