অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে সিবিআই আদালতে অভিযুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী জাতীয় বিশেষ খবর December 13, 2017 এই মুহূর্তের সব থেকে বড় খবর হল – অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে সিবিআই আদালতে অভিযুক্ত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া। দিল্লির বিশেষ সিবিআই আদালতে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া সহ প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তা, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যসচিব অশোককুমার বসুকে কয়লা ব্লক বণ্টনে দুর্নীতি মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং ১২০ বি ধারায় দোষীসাব্যস্ত করা হয়েছে। আগামীকাল তাঁদের সাজা ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। আপনার মতামত জানান -