এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের তৃণমূলে যেতে চলেছেন সুনীল সিং? নয়া মন্তব্যে বাড়ল জল্পনা!

ফের তৃণমূলে যেতে চলেছেন সুনীল সিং? নয়া মন্তব্যে বাড়ল জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক সময় তৃনমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন তিনি। কিন্তু বহুদিন আগেই তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। আর বর্তমানে যখন তৃণমূল ছেড়ে অনেক হেভিওয়েট নেতাদের বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে, তখন বহুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংকে নিয়ে তৈরি হয়েছে জল্পনা। আর এই পরিস্থিতিতে এবার তাকে নিয়ে জল্পনা চলার সময় সেই বিষয়ে মুখ খুলতে দেখা গেল সেই সুনীলবাবুকে। যেখানে তৃণমূলে যোগদানের ব্যাপারে সমস্ত জল্পনা উড়িয়ে দিলেন তিনি।

বলা বাহুল্য, সোমবার রাজ্য বিধানসভার অধিবেশন শেষের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায় বিজেপি বিধায়ক সুনীল সিং এবং বিশ্বজিৎ দাসকে। আর তারপর থেকেই তাদের তৃণমূল কংগ্রেসে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়। এমনকি এই দুই বিধায়ককে রাজ্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা প্রদানের উদ্যোগ নেওয়ার পরে সেই জল্পনা আরও বৃদ্ধি পেতে শুরু করে। কবে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন! সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় রাজ্য রাজনীতির বিশেষজ্ঞদের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে এই বিষয় নিয়ে মুখ খুলতে দেখা গেল সেই নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংকে। এদিন তিনি বলেন, “বিধানসভার শেষ অধিবেশন ছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। দুটো কথা বললাম। আর কোনো আলোচনা হয়নি। কোনো তৃণমূল নেতা কি বলেছেন, আমি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে!” আর সুনীলবাবুর এই মন্তব্যে এখন নতুন করে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। অনেকে বলছেন, সুনীলবাবু তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে জল্পনা তৈরি হলেও, তিনি কিন্তু তা সম্পূর্ণরূপে উড়িয়ে দিলেন না। বরঞ্চ নিজের মন্তব্যের মধ্যে দিয়ে তিনি সেই জল্পনাকে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন বলেই দাবি একাংশের।

অনেকে বলছেন, আসলে যদি সুনীলবাবু তৃণমূল কংগ্রেসে যোগ না দিতেন, বা এরকম কোনো সম্ভাবনা তৈরি না হত, তাহলে তিনি সরাসরি বলে দিতেন, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর তাদের নিয়ে জল্পনা তৈরি হলেও, সেই ব্যাপারে কোনো মন্তব্য করতে দেখা গেল না তাকে। বরঞ্চ তৃণমূল নেতাদের পক্ষ থেকে এরকম কোনো কথা বলা হয়নি বলে শাসক শিবিরের ঘাড়ে গোটা পরিস্থিতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন এই বিজেপি বিধায়ক। স্বাভাবিক ভাবেই গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কি করেন বিজেপি বিধায়ক সুনীল সিং, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!