এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ইস্টবেঙ্গল ক্লাব ও শ্রী সিমেন্ট সম্পর্ক নিয়ে বিশেষ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী

ইস্টবেঙ্গল ক্লাব ও শ্রী সিমেন্ট সম্পর্ক নিয়ে বিশেষ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের বেশকিছু মতবিরোধ চলছিল কিছুদিন ধরে। আজ শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে রাজ্য সরকারের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে। যে চিঠিতে জানানো হয়েছে যে, কোন রকম আইনি জটিলতায় না গিয়ে মুখ্যমন্ত্রীকে সন্মান করে ইস্টবেঙ্গল ক্লাবকে স্পোর্টিং রাইটস বিনামূল্যে ফিরিয়ে দেওয়া হবে। তবে, ক্লাব থেকে শ্রী সিমেন্ট সরে পড়ায় ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএলে যোগদান অনিশ্চিত হয়ে পড়েছে। এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, একটা ক্লাবকে এত দিন ধরে ঝুলিয়ে রেখে শেষ মুহূর্তে বলা হচ্ছে যে, তারা কিছু করতে পারবেন না। এজন্য তিনি দুঃখিতও বিরক্ত। মুখ্যমন্ত্রী জানান, এটা একটা ব্যাড অ্যাটিটিউড। তাহলে গত এক বছর ধরে কেন কথা এগিয়ে ছিল? তাঁকে বলা হয়েছিল যে, তাঁরা দেখছেন কি করা যায়? এখন শেষ মুহূর্তে এসে বলা হচ্ছে যে, টাকা দেওয়া হবে না। তিনি এতে বিরক্ত। মুখ্যমন্ত্রী জানালেন, কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের পাশে দাঁড়ানো উচিত সকলের। মোহনবাগান আইএসএল খেলছে। এখানে যোগদান করুক ইস্টবেঙ্গল। ফুটবলের উন্নতি হোক। সকলের দাঁড়ানো উচিত ইস্টবেঙ্গল ক্লাবের পাশে।

তবে, ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখনো পর্যন্ত কোনো চিঠি ক্লাবের কাছে এসে পৌঁছায়নি। চিঠি এলে তা লিগ্যাল সেলের কাছে পাঠানো হবে। এরপর জরুরিভিত্তিতে কার্যকরী কমিটির বৈঠক ডাকা হবে। তবে, শ্রী সিমেন্টের সিদ্ধান্ততে মুখ্যমন্ত্রী যে খুশি নন, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, সিদ্ধান্ত নেবার তিনি কে? তাঁকে কেন এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? তিনি কি ক্লাব চালান? যাদের ক্লাব অথরিটি আছে তাদের সঙ্গে কথা বলার অনুরোধ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানানো হচ্ছে যে, তাঁরা কিছু করতে পারবেন না। এই শেষ সময়ে এটা অত্যন্ত ব্যাড অ্যাটিটিউড। এজন্য তাঁরা দুঃখিত ও বিরক্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!