এখন পড়ছেন
হোম > জাতীয় > ” চাল চোর, ত্রিপল চোর, গরু চোর সব বাংলায়।” – রাজ্য সরকারকে একহাত জেপি নাড্ডার

” চাল চোর, ত্রিপল চোর, গরু চোর সব বাংলায়।” – রাজ্য সরকারকে একহাত জেপি নাড্ডার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে গেরুয়া ঝড় তুলতে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতারা বারবার আসছেন রাজ্যে, যোগদান করছেন একাধিক রাজনৈতিক কর্মসূচিতে। গত রবিবার হলদিয়াতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলের প্রতি আক্রমণের ঝড় তুলেছিলেন তিনি। গতকাল শাসক দল তৃণমূলকে প্রবল আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা।

তারাপীঠের মত লালগড়ের সভা থেকেও গতকাল শাসকদল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন জে পি নাড্ডা। তিনি জানালেন যে, চাল চোর, ত্রিপল চোর, গরু চোর সমস্ত কিছু আছে এই বাংলায়। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি জানান যে, বাংলার সংস্কৃতির অসম্মান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন দুর্নীতিগ্রস্ত দল তৃণমূলের নেতা। তিনি জানান, বিজেপির রথযাত্রা বা পরিবর্তন যাত্রা পরিবর্তন আনবে বাংলার। পরিবর্তন যাত্রার দ্বিতীয় পর্যায়ের সূচনা করা হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে বাংলার সংস্কৃতি বিপদের মুখে রয়েছে। এই বাংলার পরিবর্তন ঘটিয়ে আসল বাংলা ফেরাতে হবে বলে জানালেন তিনি। জেপি নাড্ডা জানালেন কিসান নিধি প্রকল্পতে কেন্দ্রের সাহায্য পেয়েছেন ১১ কোটি কৃষক। কিন্তু বাংলার ৭৩ লক্ষ্য কৃষক এই প্রকল্পর সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন। তিনি জানালেন বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের বকেয়া টাকাও মিটিয়ে দেওয়া হবে। তিনি জানান যে, প্রধানমন্ত্রী টাকা পাঠান। কিন্তু সেই টাকা গরিব দের কাছে পৌঁছায় না। তৃণমূল নেতাদের পকেটে টাকা চলে যায়।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জানালেন যে, আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে চালু করতে দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, মুখ্যমন্ত্রী শুধু বলে থাকেন যে, হবে না, হবে না। কিন্তু তিনি জানালেন যে, মে মাসে হবে, হবে, হবে। তিনি জানালেন মে মাসে বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করবে। সে সময়ে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। জেপি নাড্ডা জানালেন যে, বাংলার আদিবাসী মহিলারা সুরক্ষিত নন। বাংলায় মানবপাচার সবচেয়ে বেশি হয়ে থাকে।

তিনি জানালেন যে, কেন্দ্র সরকার কম দামে চাল পাঠায়, কিন্তু রাজ্য সেই চাল দেয় না। শবর জাতির ৮ জন মানুষ না খেতে পেয়ে মারা গেছেন। তিনি জানালেন যে, খুন আর খুনের চেষ্টার বাংলা রয়েছে শীর্ষস্থানে। রাজ্যে শুধুই কাটমানি আর তোলাবাজি। আম্ফান ঝড়ের ক্ষতিপূরণ করতে রাজ্যকে ২০৭৫ কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছিল। হাইকোর্ট অম্ফান দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে তৃণমূল সরকার। তিনি জানান তৃণমূলে মা,মাটি, মানুষের সুরক্ষা নেই। তিনি অভিযোগ করলেন যে, কেন্দ্রীয় সরকার কাজ করছে, কিন্তু কাজে বাধা দিচ্ছে তৃণমূল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!