ভারতী ঘোষ প্রসঙ্গে মুখ খুলে জল্পনা বাড়ালেন মুকুল রায় বিশেষ খবর রাজ্য December 29, 2017 পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। এমনকি প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রীকে তিনি ‘জঙ্গলমহলের মা’ বলে আখ্যা দেন, যা নিয়ে সেই সময় রীতিমত সরগরম হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। কিন্তু সবং উপনির্বাচন মিটতে না মিটতেই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে তাঁকে ব্যারাকপুর কমিশনারেটের তিন নম্বর ব্যাটালিয়নের অত্যন্ত কম গুরুত্বপূর্ণ কমান্ডান্ট পদে বদলি করে দেয় রাজ্য সরকার। আর তিনি সেই নতুন দায়িত্ত্ব গ্রহণ না করে, রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থকে তিনি স্বেচ্ছাবসর চেয়ে চিঠি দিয়েছেন এবং সঙ্গে ৯০ দিনের ছুটিও চেয়ে নিয়েছেন। এই ঘটনা সামনে আসতেই সরগরম রাজ্য-রাজনীতি। এবার এই প্রসঙ্গে উত্তরবঙ্গ সফররত বিজেপি নেতা মুকুল রায় মুখ খুললেন। এই প্রসঙ্গে মুখ খোলার পাশাপাশি তিনি তীব্র আক্রমন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের শীর্ষনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুকুলবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাকে ব্যবহার করার করে নেন, তারপর ছুঁড়ে ফেলে দেন। শুধু ভারতী ঘোষ নয় ভবিষ্যতে আরও অনেক পুলিশ আধিকারিকের সঙ্গেও এরকম হবে। উপস্থিত সাংবাদিকরা মুকুল রায়কে প্রশ্ন করেন, আপনার সাথে ভারতীদেবীর ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে গুঞ্জন। জবাবে মুকুলবাবু বলেন, শুধু ভারতী ঘোষ নন. পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ অফিসারের সঙ্গে আমার ভালো সম্পর্ক। এমনকি পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কর্মীর সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক বলে জানান তিনি। আপনার মতামত জানান -