এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শিখা চ্যাটার্জির পর আর কারা তৃণমূল ছেড়ে বিজেপির পথে?

শিখা চ্যাটার্জির পর আর কারা তৃণমূল ছেড়ে বিজেপির পথে?

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই মুকুল রায় ঘোষণা করেছিলেন, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সংগঠন আসলে ‘কসমেটিক’, ‘উইয়ের ঢিপি’ – একটু নাড়া দিলেই নাকি ঝুরঝুর করে ভেঙে পড়বে। তাঁর সেই দাবিকে মান্যতা দিয়ে অবশ্য এখনো পর্যন্ত সেভাবে কোনো বড় মাপের তৃণমূল নেতা বিজেপিতে নাম লেখাননি, আসেননি কোনো বিধায়ক বা সাংসদও। কিন্তু নিচুতলায় যে একটা ফাটল ধরেছে তা ক্রমশ স্পষ্ট। মুকুল রায়ের উত্তরবঙ্গ সফরকালে দলের উপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে শাসকদলের দাপুটে নেতা গৌতম দেবের খাসতালুক রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শিখা চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেন।
আর এবার শাসক শিবিরের চিন্তা বাড়িয়ে দল ছাড়ার কথা ঘোষণা করলেন আরো দুই নেতা। জলপাইগুড়ি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শিবশঙ্কর দত্ত এবং স্থানীয় স্তরে অন্যতম শীর্ষনেতা শুভঙ্কর হোড় দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। যদিও দুই নেতা এখনও স্পষ্ট করেননি যে তাঁরা বিজেপিতে যোগদান করতে পারেন। তবে বিজেপির তরফে দুই নেতাকেই দলে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত মুকুল রায়ের জলপাইগুড়ি সফর চলাকালীন তৃণমূল নেতাদের এই দলত্যাগে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!