এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাঝরাতে অশান্তি কলকাতার বুকে, জখম হেভিওয়েট বিজেপি প্রার্থী

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাঝরাতে অশান্তি কলকাতার বুকে, জখম হেভিওয়েট বিজেপি প্রার্থী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাত পোহালেই আগামীকাল চতুর্থ দফার নির্বাচন। আর তার আগেই রাজ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে। চলছে ব্যাপকভাবে প্রচারের কাজ। ব্যানার, ফেস্টুন, পোস্টার প্রচারের ক্ষেত্রে যে অনেক বড় ভূমিকা গ্রহণ করে, সে কথা সবারই জানা। আর এই পোস্টার লাগানোকে নিয়ে দুই দলের সংঘর্ষে মাঝরাতে রণক্ষেত্র হয়ে উঠলো কলকাতার অন্যতম হেভিওয়েট এলাকা। এই ঘটনায় ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুই পক্ষের মারামারিতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে খবর। একইসাথে বিজেপি তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষও আহত হয়েছেন।

পরিস্থিতি আয়ত্তে আনতে ইতিমধ্যেই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে। ঘটনার প্রতিবাদে অবরোধ করেছে গেরুয়া শিবিরের কর্মীরা। সূত্রের খবর, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের প্রচার চালাতে বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় পোস্টার-ব্যানার লাগানোর কাজ চলছে। ভবানীপুর বিধানসভার মধ্যে চেতলাতে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পাড়া। আর সেখানে রুদ্রনীল ঘোষের সমর্থনে ব্যানার এবং পোস্টার লাগানোকে নিয়েই যাবতীয় অশান্তির সূত্রপাত। এই অশান্তি হেতু বিজেপির অভিযোগ উঠেছে তৃণমূল শিবিরের দিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে, চেতলায় রুদ্রনীলের যাবতীয় পোস্টার এবং ব্যানার ছিঁড়ে ফেলা হয়। তৃণমূলের কর্মীদের এব্যাপারে প্রশ্ন করা হলে তখন বিজেপি কর্মীদের পাল্টা মারধর করা হয়। অবশ্য বিজেপির কর্মীরাও পাল্টা দিয়েছেন। বিজেপি তৃণমূলের তুমুল সংঘর্ষে মাঝরাতে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় দক্ষিণ কলকাতার চেতলা। প্রসঙ্গত চেতলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোড এর বাড়ি ডিলছোঁড়া দূরত্বে। দুই পক্ষের সংঘর্ষ এতটাই বেড়ে চলে যে একাধিক গাড়িও ভাঙচুর হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় অবশ্য প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অবস্থান নিয়ে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে এবার রাজ্যে নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনীর আগমন ঘটেছে। কিন্তু তা সত্ত্বেও ভোটের আবহে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে আসছে। আর এবার খোদ কলকাতায় যেভাবে দুই দলের সংঘর্ষে বিজেপির তারকা প্রার্থী জখম হলেন, তা নিয়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। পাশাপাশি তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!