এখন পড়ছেন
হোম > অন্যান্য > নিউটাউনের আইনজীবী রজত দে হত্যাকাণ্ডে অবশেষে নিজের রায় শোনাল আদালত, জেনে নিন বিস্তারিত

নিউটাউনের আইনজীবী রজত দে হত্যাকাণ্ডে অবশেষে নিজের রায় শোনাল আদালত, জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- গবেষণায় দেখা গেছে মানুষ যখন কোন একটা ভুল করে তখন তার মধ্যে সেই ভুলের বোধ খুব একটা থাকে না। সাধারণত কোন সিরিয়াল কিলার ছাড়া যেকোনো খুনি খুব বেশি জেনেশুনে প্রিপ্ল্যান করে খুন করেছে এমন ঘটনা খুবই বিরল। আর গবেষণা বলে উত্তেজনার সেই সময়টা কেটে যাওয়ার পর অনেক খুনি নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় লিপ্ত হয়। তবে শাস্তির ভয় কেউ তা স্বীকার করতে চায় না। তাই যে কোনো অপরাধের বিচার করতে আইন আদালতের ভূমিকা যথেষ্টই রয়েছে। নিত্যদিন সেখানে বিচারকের আসনে বসে মেটাতে হয় অনেক রকম মামলা। তবে সম্প্রতি সেই আদালতেরই এক আইনজীবী খুনের মামলার শুনানি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

কথা হচ্ছে, আইনজীবী রজত দে-র মৃত্যু মামলার। সম্প্রতি এই আইনজীবী হত্যাকাণ্ডে শেষমেশ স্ত্রীকেই দোষী সাব্যস্ত করেছে বারাসত আদালত। জানা গেছে, আগামী ১৬ই সেপ্টেম্বর বিচারক এই মামলায় সাজা ঘোষণা করবেন। দোষীর চরম শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিজনেরা। অন্যদিকে রজতবাবুর স্ত্রী এই কথার বিরোধিতা করেছেন। সেই সঙ্গে রায় শোনার পরই উচ্চ আদালতে যাওয়ার পালটা সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীর স্ত্রীর পরিবারের মানুষেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন সাজা ঘোষণার আগে মামলার শুনানি চলাকালীন বিচারক পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, দুর্ঘটনা বা আত্মহত্যা নয়। রজতবাবুকে খুনই করা হয়েছিল। আর সেই কাজ করেছেন রজতবাবুর স্ত্রী অনিন্দিতা তাই তাকেই দোষী সাব্যস্ত করেছেন বিচারক। অন্যদিকে, একথা শুনে এজলাসেই কান্নায় ভেঙে পড়ে অনিন্দিতা দেবী। তিনি দাবি করেন, তিনি খুন করেননি। উপরন্তু তাঁদের সন্তানকে ছেড়ে তিনি কোথাও যেতে পারবেন না। তাঁর সন্তান খুবই ছোট। তাই তিনি না থাকলে সে মরেই যাবে বলে মনে করছেন তিনি। অন্যদিকে, পুত্রবধূ দোষী সাব্যস্ত হওয়ায় বেশ স্বস্তি পেয়েছে নিহত রজতবাবুর পরিবার পরিজন। তাঁরা অনিন্দিতার চরম শাস্তিরই দাবি জানিয়েছেন। আগামী ১৬ই সেপ্টেম্বর বিচারক কী সাজা দেন, সেদিকেই আপাতত নজর রয়েছে সকলের।

তবে কি হয়েছিল সেদিন? গত ২০১৮ সালের ২৪শে নভেম্বর রাতে নিউটাউনের ডিবি ব্লকের ফ্ল্যাটে আইনজীবী রজত দে’র মৃতদেহ পাওয়া যায়। তদন্তে উঠে আসে অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁর। এরপর আইনজীবীর বাবা দাবি করেন যে, গোটা ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাঁর আইনজীবী পুত্রবধূ অনিন্দিতা পাল। সে-ই রজতকে পরিকল্পনা করে খুন করিয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। অন্যদিকে অনিন্দিতা সেই দাবি খারিজ করে প্রথমে জানায় তাঁর স্বামীর মৃত্যু নিছকই দুর্ঘটনা। পরে আবারও নিজের বয়ান বদল করে তিনি জানান তাঁর স্বামী আত্মঘাতী হয়েছেন। এরপর তদন্তে নেমে পুলিশ অনিন্দিতাকে গ্রেপ্তার করে। হাই কোর্টে তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। ইতিমধ্যেই মামলা যায় সর্বোচ্চ আদালতেও। পরে সুপ্রিম কোর্ট থেকে জামিন পায় অনিন্দিতা। অন্যদিকে মামলা বারাসত আদালতে চলছিল। একাধিক সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখা হয়। এবং শেষমেষ রজতবাবুকে খুন করার অভিযোগে রজতের স্ত্রী অনিন্দিতাকেই দোষী সাব্যস্ত করেন বিচারক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!