টুইটারে কি লিখলেন মোদী ?দেখে নিন এক নজরে জাতীয় December 18, 2017 আজ গুজরাটে যখন জয় নিশ্চিত তখন নরেন্দ্র মোদী তাঁর টুইটার থেকে লিখলেন “জিতা বিকাশ ,জিতা গুজরাট ” তিনি জানিয়েছেন যে তিনি বিজেপি কর্মীদের কাছে কৃতজ্ঞ তাদের এই কঠোর পরিশ্রমের জন্যও। তছাড়া তিনি জানিয়েছেন যে বিজেপি সরকার আর তাদের কাজের প্রতি মানুষ আস্থা রেখেছেন আর তাই ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছেন। বিজেপি আরো উন্নয়ন করবে। আপনার মতামত জানান -