এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে ক্রমশ ক্ষতির মুখে পড়ছে বিজেপি, ঝড়ের গতিতে উত্থান তৃণমূলের

উত্তরবঙ্গে ক্রমশ ক্ষতির মুখে পড়ছে বিজেপি, ঝড়ের গতিতে উত্থান তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ বিজেপির মুখ অনেকটাই বাচিয়ে দিয়েছে। আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে উত্তরবঙ্গের সাতটি লোকসভা কেন্দ্রে এগিয়ে গিয়েছে পদ্মফুল। গোটা রাজ্যে বিজেপি 19 টি লোকসভা আসন দখল করেছে। তবে উত্তরবঙ্গে বিজেপির এই অভূতপূর্ব সাফল্য ধরে রাখতে গেরুয়া শিবিরের তৎপরতা এখন চরমে উঠেছে। সামনেই বিধানসভা নির্বাচন। সেদিক থেকে উত্তরবঙ্গের একাধিক বিধানসভা আসন যাতে বিজেপির দখলে আসে, তার জন্য এবার ব্লু প্রিন্ট করা শুরু করেছে গেরুয়া শিবির।

কিন্তু গত লোকসভায় বিজেপি উত্তরবঙ্গে ভালো ফল করলেও, এবার সেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যেভাবে বিজেপিতে ভাঙ্গনের ঘটনা ঘটছে, তাতে কিছুটা হলেও অস্বস্তিতে গেরুয়া শিবির। সম্প্রতি এককালে তৃণমূলের উত্তরবঙ্গের হেভিওয়েট নেতা হিসেবে পরিচিত বিপ্লব মিত্র বিজেপি থেকে আবার তৃনমূল কংগ্রেসে যোগদান করেছেন। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় চাপে রয়েছে ভারতীয় জনতা পার্টি। আর এবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বেশ কিছু নেতা বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, আলিপুরদুয়ার জেলার কালচিনি বিধানসভার বহু নেতা সহ একাধিক বিজেপি কর্মী এদিন তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের মাটিকে যখন বিজেপি আরও বেশি করে শক্তিশালী করতে চাইছে, তখন তৃণমূল সেই উত্তরবঙ্গে শক্তিশালী হওয়ায় পদ্ম শিবির কিছুটা হলেও চাপে রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি দিল্লিতে বিজেপির যে বৈঠক হয়েছে, সেখানে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে উত্তরবঙ্গের সংগঠনের ওপর। লোকসভায় বিজেপির সেখানে ভালো ফলাফল করেছে।

তাই বিধানসভায় বিজেপিকে যে সেখানে আরও ভালো ফলাফল করতে হবে, তা সেই বৈঠকে উঠে এসেছে। তবে বর্তমানে যেভাবে সেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গেরুয়া শিবিরে ভাঙ্গন ধরেছে, তাতে বিজেপি যদি এখন সংগঠনের দিকে নজর না দেয়, তাহলে আসছে দিন তাদের পক্ষে খুব একটা সুখকর নয় বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, দলে এই ভাঙ্গন বিজেপি আদৌ আটকাতে পারে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!