এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি সরকারের ‘ইঁদুর মারা দুর্নীতি’ নিয়ে এবার ঝড় তুলতে চলেছে বিরোধীরা

বিজেপি সরকারের ‘ইঁদুর মারা দুর্নীতি’ নিয়ে এবার ঝড় তুলতে চলেছে বিরোধীরা


বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় ইঁদুর মারা নিয়ে বিরোধীপক্ষের আক্রমনের শিকার হয় রাজ্য সরকার। শুক্রবার বিরোধী শিবিরের কংগ্রেস দল সরকার কে কটাক্ষ করে বলে ,” ইঁদুর মারাও তো একটা দুর্নীতি হয়ে দাঁড়িয়েছে এই সরকারের আমলে।” আত্মপক্ষ সমর্থনের জন্যে বিজেপি সরকার বলেছে, ”‌সরকারের সব বিষয়েই তো দুর্নীতির গন্ধ খোঁজা হয়। ইঁদুর মারাও এবার তাতে যোগ হল।’‌’ বৃহস্পতিবার প্রবীণ বিজেপি নেতা একনাথ খাড়সে দাবি করে বলেছেন , “একটা সমীক্ষা করা হয়েছিল।তাতে জানা গেছে ৩,১৯,০০০ ইঁদুর রয়েছে মহারাষ্ট্র সরকারের সদর দপ্তরে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ইঁদুর মারার জন্য একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা ৬ মাস সময় চেয়েছিল। কিন্তু ৭ দিনেই প্রায় অনেকটা কাজ এগিয়ে যায়।” এরপরে মুম্বই পৌরসংস্থার সাথে ইঁদুর মারার ভারপ্রাপ্ত ঐ সংস্থার কাজের মানের বিশ্লেষন করে তিনি আরোও বললেন, “মুম্বই পৌরসংস্থা যেখানে ২ বছরে ৬ লক্ষ ইঁদুর মেরেছিল।সেখানে ওই সংস্থাটি ৭ দিনে ৩ লক্ষ ইঁদুর মেরেছে।’‌’ প্রসঙ্গত উল্লেখ্য মহারাষ্ট্র সরকারের সদর দপ্তরে প্রথম তলা থেকে সপ্তম তলা পর্যন্ত ইঁদুরের উৎপাতে মন্ত্রী থেকে বিধায়ক সকলেই নাজেহাল। তাই মহারাষ্ট্র সরকারের হস্তক্ষেপে ইঁদুর নিধন শুরু হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!