এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বড়সড় ধাক্কা খেলো tiktok, গুগুলের সিদ্ধান্তে মাথায় হাত জনপ্রিয় চিনা অ্যাপের

বড়সড় ধাক্কা খেলো tiktok, গুগুলের সিদ্ধান্তে মাথায় হাত জনপ্রিয় চিনা অ্যাপের


আগেই মিত্রোঁ অ্যাপকে সরিয়ে দিয়েছিলো গুগুল , এবার জনপ্রিয় চিনা অ্যাপ টিকটককেও এবার সরিয়ে দেওয়া হয় হল গুগল প্লে স্টোর থেকে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গুগল থেকে সরে গিয়েছে ওই চিনা অ্যাপটি।তবে কি কারণে এই সিদ্ধান্ত নিয়েছে গুগুল তা এখনো স্পষ্ট নয়। পরে আবার অ্যাপটিকে ফিরিয়ে আনা হবে কিনা তা নিয়েও কিছু জানা যায়নি। যা নিয়েই চিন্তার ছাপ পড়েছে টিকটক ব্যবহারকারীদের মধ্যেও।

জানা গেছে গুগুলের নিয়ম অনুযায়ী, প্লে স্টোরের একটি আলাদা নিয়ম থাকে আর সেই নিয়ম কোনো অ্যাপ না মানে বা কোনো কারণে নিয়মভঙ্গ হলে অ্যাপ সরিয়ে দে গুগুল তবে এক্ষেত্রেও তাই হয়েছে কিনা তা জানা যায়নি। মিত্রোঁ অ্যাপের ক্ষেত্রে গুগল প্লে স্টোরের পক্ষ থেকে জানানো হয়েছে এই মিত্রোঁ অ্যাপ স্পাম অ্যাপ ও সর্বনিম্ন কার্যকারিতা নীতি মেনে চলে। যার জন্য এই অ্যাপকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে কেন টিকটক অ্যাপটিকে সরিয়ে দেওয়া হলো তা এখনো জানা যায়নি, বা এই নিয়ে কোনো কথা বলেনি গুগুল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ সরানো হলেও, যাঁরা ডাউনলোড করেছিলেন, তাঁদের কাছে রয়েই যাবে টিকটক অ্যাপ। তবে তাঁদের জন্য নেটিজেনদের পরামর্শ, এখনই মুছে ফেলুন। কেননা এই অ্যাপ চীনা দের তৈরী, তারা তারাই টাকা পাচ্ছে ফায়দা লুটছে। তাই এই অ্যাপ মুছে ফেলুন, চীনা জিনিসের পাশাপাশি এবার চীনা অ্যাপও বয়কট করুন।

প্রসঙ্গত, কয়েকদিন আগে টিকটকঅ্যাপ এ রেটিং কমানোর ডাক এসেছিলো সোশ্যাল মিডিয়ায় , কেননা তাদের দাবি ছিল ইচ্ছাকৃত করোনা ভাইরাস ছড়িয়েছে চীন। পাশাপাশি এই সব অ্যাপ দিয়ে তাদের দেশের আর্থিক উন্নতি হচ্ছে ফলে চীনকে বয়কট করতে এই অ্যাপ কে বয়কট করুন আর রেটিং কমান, সেই ডাকে সারা দিয়ে রেটিং অনেক কমেও গিয়েছিলো অ্যাপটির। আর এদিন গুগল থেকে সরে গিয়েছে ওই চিনা অ্যাপটি। যা নিয়ে টিকটক ব্যবহারকারীদের মাথায় হাত পড়লেও সোশ্যাল মিডিয়ায় খুশির ঝড়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!