এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যে ভয়াবহ বিস্ফোরণ, বাড়ছে মৃতের সংখ্যা! পঞ্চায়েতের আগে বাড়ছে আতঙ্ক!

রাজ্যে ভয়াবহ বিস্ফোরণ, বাড়ছে মৃতের সংখ্যা! পঞ্চায়েতের আগে বাড়ছে আতঙ্ক!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই রাজ্যে বাড়ছে আতঙ্কের পরিস্থিতি। আজ এগরাতে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণে রীতিমতো টিনের চাল উড়ে গিয়েছে। বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে দেহের একাধিক অংশ। মৃতের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছে। আর এই সময়কালের মধ্যে সবথেকে বড় বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ নিয়ে রীতিমতো রাজ্যের আইন-শৃঙ্খলার দিকে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

সূত্রের খবর, মঙ্গলবার এগরাতে বেআইনি বাজি কারখানায় হঠাৎ করেই বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় গোটা ঘর। এমনকি ঘরের মধ্যে যারা ছিলেন, তাদের অনেকেই আহত হন। অনেকের শরীরের একাধিক অংশ ছিটকে পড়ে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে এই বেআইনি বাজি কারখানায় বাজি তৈরি হতো নাকি সেখানে বোমা মজুত করা ছিল, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। কেননা এত বড় মাপের বিস্ফোরণ রীতিমতো চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের অন্দরে।

বিশেষজ্ঞদের মতে, সামনে পঞ্চায়েত নির্বাচন। বিরোধীরা ইতিমধ্যেই অভিযোগ করছে, সেই নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হতে পারে। আর এই পরিস্থিতিতে তার আগে যেভাবে এগরাতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হলো এবং তা মারাত্মক আকার নিয়েছে, তাতে সিঁদুরে মেঘ দেখছে একাংশ। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার এই প্রয়াস কবে বন্ধ হবে রাজ্যে! যদি সত্যিই সেখানে বাজি কারখানা বেআইনি হয়, তাহলে কেন তাতে অনুমতি দেওয়া হল! কেন সঠিক নজরদারি ছিল না প্রশাসনের, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এত বড় মাপের বিস্ফোরণের কারণ কি, তার রহস্য উদঘাটন করতে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!