এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ হারাবার পর শিশির অধিকারীকে স্বাগত জানানো হলো বিজেপিতে, বাড়ছে তীব্র জল্পনা

উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ হারাবার পর শিশির অধিকারীকে স্বাগত জানানো হলো বিজেপিতে, বাড়ছে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর কাঁথি পুরসভার পুর প্রশাসকের পদ থেকে অপসারিত করে দেয়া হয়েছিল সৌমেন্দু অধিকারীকে। এরপর দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিজেপিতে যোগদান করেছিলেন সৌমেন্দু অধিকারী। এরপর দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অপসারিত করে দেওয়া হলো শিশির অধিকারীকে। তাঁর বিজেপিতে যোগদানের বিষয়ে শুরু হলো জল্পনা। আর এই পরিস্থিতিতে শিশির অধিকারীকে দলে স্বাগত জানাল বিজেপি।

গতকাল সোমবার রাতে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাপতির পদ থেকে অপসারণ করা হয় শিশির অধিকারীকে। গতকাল এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে অখিল গিরিকে, ইতিপূর্বে তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। দলের এই পদক্ষেপে প্রশ্ন উঠতে শুরু করেছে, শুভেন্দু অধিকারীর উপর আক্রোশের কারনেই কি পদ থেকে অপসারিত হলেন শিশির অধিকারী? তবে এ প্রসঙ্গে অখিল গিরি জানিয়েছেন যে, শিশির অধিকারী কোনদিন কোন কাজ করেননি। তাই দল এমন সিদ্ধান্ত নিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, তৃণমূলের অনেকেই কটাক্ষ করতে শুরু করেছেন যে, ছেলে শুভেন্দু অধিকারীর কারণেই শিশির অধিকারীকে এমন ধরনের পরিস্থিতিতে পড়তে হলো। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন যে, ছেলের জন্য অত্যন্ত লজ্জিত শিশির অধিকারী। অপারেশনের কারণে সম্প্রতি কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন শিশির অধিকারী। হাসপাতাল থেকে তিনি জানালেন যে, অপসারণের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে, এরসঙ্গেই নিজের দলের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল তাঁকে। তিনি জানালেন যে, অনেকদিন ধরেই কোন গুরুত্ব পাচ্ছেন না তিনি। তাঁর দলের প্রতি এই ক্ষোভ প্রকাশ তথা মন্তব্যেই জল্পনা তীব্র হতে শুরু করেছে।

এদিকে, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ দুই পুর প্রশাসককেও অপসারিত করা হলো । তমলুক পুরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন, এগরা পুরসভার প্রশাসক শঙ্কর বেরাকে অপসারিত করা হয়েছে। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী যখন দল ত্যাগ করেছিলেন, তখন সে বিষয়ে মৌনতা নিয়ে ছিলেন শিশির অধিকারী। শিশির অধিকারীর এই অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল।

এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলেছেন যে, এবার কি তবে শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করতে চলেছেন? এ প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুভেন্দু অধিকারী বিজেপিতে এসেছেন, এটাই বিজেপির কাছে অনেক বড় পাওনা। তবে শিশির অধিকারীকে আমন্ত্রণ জানাবেন তাঁরা। তিনি আসবেন কিনা? সেটা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!