এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উৎসবের মরশুমে রাজ্যের মদ্যপ্রেমীদের বড়সড় ধাক্কা দিতে চলেছেন মমতা? সামনে এল বড়সড় তথ্য!

উৎসবের মরশুমে রাজ্যের মদ্যপ্রেমীদের বড়সড় ধাক্কা দিতে চলেছেন মমতা? সামনে এল বড়সড় তথ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- লকডাউনে সারা দেশজুড়ে বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত ব্যবস্থাই, আর যার ফলে সরকারের রাজস্বে টান পড়তে দেখা গিয়েছিল। দেখতে গেলে রাজ্যে যে পরিমাণ রাজস্ব আয় হয়, তার একটা বড় অংশই আসে মদ বিক্রির মাধ্যমে। তবে লকডাউনে সমস্ত মদের দোকান বন্ধ হয়ে যাওয়ায়, সিঁদুরে মেঘ দেখেছিলেন আবগারি দফতরের কর্মীরা।

অন্যদিকে মদের দাম বাড়ার ক্ষেত্রেও একই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। তবে পুজোর মরশুমে মদ ব্যবসা যে ভালোমতোই ঘুরে দাঁড়িয়েছে তার প্রমাণ পাওয়া গিয়েছিল কিছুদিন আগে আবগারি দপ্তরের প্রকাশিত খবর থেকে। গত বছরের তুলনায় কম হলেও এতটাও ভালো যে মদ ব্যবসা হবে সে আশা কিন্তু রাখেননি আবগারি দফতরের কর্মীরা।

ভারতের অর্থনীতিকে ফেরাতে মদ ব্যবসা তাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হয়েছিল। তবে এরই মধ্যে মদ্যপায়ীদের জন্য খারাপ খবর রয়েছে বলে জানা গেছে। কারণ এতোদিন যেখানে মদের বড় বোতলের দাম তুলনামূলকভাবে কম হতো, সেখানে ছোট বোতলের সঙ্গে আনুপাতিক হারে সামঞ্জস্য রেখে বড় বোতলের দাম বাড়ানো হবে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেক্ষেত্রে আগে বড় বোতলে মদ কিনলে যেখানে ক্রেতার কিছুটা সাশ্রয় হতো, সেখানে এখন সেই সুযোগ তাঁরা পাবেন না বলেই জানানো হয়েছে। অন্যদিকে, সরকারি তরফে এই নিয়ম আজ থেকেই চালু করার কথা বলা হয়েছে বলে জানা গেছে। আবগারি দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে এমন কথাই জানানো হয়েছে।

তবে এক্ষেত্রে সুবিধা হচ্ছে, এতদিন যেখানে কেবলমাত্র ১৮০, ৩৭৫, ৭৫০ মিলিলিটারের মদের বোতল পাওয়া যেত, এখন থেকে বেশ কিছু মদের ক্ষেত্রে ৫০০ মিলিলিটারের বোতলও পাওয়া যাবে বলে জানা গেছে। তবে সেই বোতলের ক্ষেত্রেও ১৮০ মিলিলিটারের সঙ্গে সামঞ্জস্য রেখেই আনুপাতিক হারে দাম নির্ধারিত হবে বলেই জানিয়ে দিয়েছে সংস্থাগুলি।

তবে এক্ষেত্রে কোন হিসাবে মদের বোতলের দাম বাড়ছে, এই প্রশ্নের উত্তরে জানা গেছে, আগে নিয়ম অন্য ছিল। ফলে ছোট বোতলের দাম তুলনায় কম হত। আর বড় বোতল কিনলে অনেকটাই সাশ্রয় ছিল। তাই ক্রেতা বড় বোতল কেনার দিকেই নজর দিতেন।

কিন্তু এখন থেকে সে নিয়মে পরিবর্তন করা হয়েছে। বস্তুত, আবগারি দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, যদি কোনও মদের ১৮০ মিলিলিটারের বোতলের দাম ২৩৫ টাকা হয়, তাহলে তার ৩৭৫ মিলিলিটারের বোতলের দাম এখন থেকে ৪৯০ টাকা হবে বলে জানা গেছে। সেই সঙ্গে ৭৫০ মিলিলিটারের বোতলের দাম ৯৮০ টাকা হবে, যার আগে দাম ৬৭০ টাকা ছিল। তবে এক্ষেত্রে, ১৮০ মিলিলিটারের মদের বোতলের ক্ষেত্রে দামের তেমন কোনও পরিবর্তন হচ্ছে না বলেই জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!